সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ল্যাপটপের জন্য সরকারি ঋণ
ল্যাপটপের জন্য সরকারি ঋণ
ল্যাপটপ কেনার জন্য ফ্রিল্যান্সাদের ঋণ সুবিধা দিচ্ছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’, ‘ফ্রিল্যান্সার টু অনট্রোপ্রেনার’ এবং ‘অ্যাপস’ এ তিন প্রকল্পের প্রশিক্ষণার্থীরা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। ট্রাস্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার কেনা যাবে। তবে এ ঋণের ৭০ শতাংশ দেবে ট্রাস্ট ব্যাংক এবং বাকি ৩০ শতাংশ ঋণগ্রহীতাকে বহন করতে হবে। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স কক্ষে এ নিয়ে আইসিটি বিভাগ ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান।