![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ইউটিউব দখলের চেষ্টায় ফেসবুক
ইউটিউব দখলের চেষ্টায় ফেসবুক
অনলাইন ভিডিও স্ট্রিমিং ও শেয়ারিং সাইট ইউটিউব দখলের জন্য চেষ্টা চালাচ্ছে ফেসবুক। ইউটিউবের কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে গোপনে দেখাও করেছেন ফেসবুক কর্তারা। ওয়াল স্ট্রিট জার্নালে এই খবর প্রকাশিত হওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছে অনলাইন দুনিয়ায়। তাহলে কী গুগলের হাতছাড়া হতে চলেছে তাদের এই ভিডিও সাইটটি?
ইউটিউবের বৃহত্তম ভিডিও প্রোডিউসরদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন ফেসবুক কর্তারা। ওয়াল্ট ডিজনি’স মেকার স্টুডিও ও কালেক্টিভ স্টুডিওজের বেশ কিছু আধেয়ে ঠাঁই করে নিয়েছে ফেসবুকের নিউজ ফিডে।
ফেসবুকের তরফে জানানো হয়েছে, ফেসবুক নিজের গ্রাহকদের সমস্ত রকম পরিষেবা দিতে বদ্ধপরিকর। ভিডিওসহ সমস্ত রকম উপকরণের আপডেটই পাওয়া যায় হোমে। যদিও ইউটিউব অধিগ্রহণ নিয়ে কোনও রকম মন্তব্য করেননি ফেসবুক কর্তারা।