শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইয়াহুকে যুক্তরাষ্ট্রের হুমকি
ইয়াহুকে যুক্তরাষ্ট্রের হুমকি
ব্যবহারকারীর তথ্য হস্তান্তর করতে রাজি না হলে ইয়াহুকে জরিমানা গুণতে হবে আড়াই লাখ ডলার।
সেও আবার এক কিস্তিতে নয়, তথ্য না দেওয়া পর্যন্ত প্রতিদিন আড়াই লাখ করে ডলার খোয়াতে হবে, ইয়াহুকে এই হুমকি দিয়েছে মার্কিন সরকার।
অন্যদিকে ইয়াহু বলছে, অনলাইন ব্যবহারকারীর তথ্য পেতে মার্কিন সরকার তথ্য-নিরাপত্তা আইনে একটি সংশোধনী এনেছে। ইয়াহু এটিকে অসাংবিধানিক ও নীতিবিবর্জিত বলে মনে করে।
অনলাইন ব্যবহারকারীর তথ্য গোপন রাখতে ইয়াহু এই আইন মানতে নারাজ। আদালতে এই আইনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জও করে কোম্পানিটি। কিন্তু তাতে হেরে যায় ইয়াহু।
ইয়াহুর কৌঁসুলি রন বেল বলেছেন, ‘এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করতে গিয়ে আমাদের কী কঠিন পথই না পার হতে হচ্ছে।’
বেল বলেন, ‘একটা সময় এসে মার্কিন সরকার এখন হুমকি দিচ্ছে, আইনটি আমরা মেনে না চললে দিনপ্রতি আমাদের আড়াই লাখ ডলার জরিমানা গুণতে হবে।’
বিবিসি।