![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গিগাবাইট গেমিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরন
গিগাবাইট গেমিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরন
গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া গেমিং প্রতিযোগিতার ২০১২ এর বিজয়ীদের হাতে ৫০,০০০ টাকা সমমূল্যের পুরষ্কার তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইট পন্য ব্যবস্থাপক খাজা মো: আনাস খান, স্মার্ট টেকনোলজিসের আইডিবি ব্রাঞ্চ ইনচার্জ মো: জাকিউর রহমান এবং বিসিএস কম্পিউটার সিটির নির্বাহী পরিষদের সদস্য কাজী সামসুদ্দিন আহমেদ লাভলু সহ প্রমুখ।