শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » ফেসবুকে যোগ হচ্ছে ইউটিউবের ভিডিও
ফেসবুকে যোগ হচ্ছে ইউটিউবের ভিডিও
সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক তার পেজে ইউটিউবের ভিডিও যোগ করছে। ওয়াল্ট স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যম জানায়, ইউটিউবের কন্টেন্ট প্রযোজক প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি করপোরেশনের মেকারস স্টুডিওস এবং কালেকটিভ ডিজিটাল স্টুডিও ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে তাদের কিছু ভিডিও ফেসবুকে পোস্ট করেছে।
এছাড়া ইউটিউবের মৌখিক সিরিজ ‘দ্য অ্যানোয়িং অরেঞ্জ’ ফেসবুকে আলাদা পেজের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
এ বিষয়ে ফেসবুকের এক কর্মকর্তা জানান, ভিডিও প্রকাশের মাধ্যমে কিভাবে এর সর্বোচ্চ সুবিধা নেওয়া যায় এ বিষয়ে ইউটিউবের কন্টেন্ট প্রস্তুতকারীদের সঙ্গে আমাদের সহযোগী দল প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে এর বাইরে আর কিছু বলতে রাজি হননি নাম প্রকাশে অনিচ্ছুক ফেসবুকের ওই কর্মকর্তা।
বর্তমানে ফেসবুক ব্যবহারকারীরা তাদের পেজে ইউটিউবের ভিডিও পোস্ট করতে পারেন। নতুন এ সুবিধার ফলে ফেসবুক সরাসরি ইউটিউবের ভিডিও আপলোড করতে পারবে।