বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিসিএস ডিজিটাল এক্সপো সিলেটে কম্পিউটার সোর্স
বিসিএস ডিজিটাল এক্সপো সিলেটে কম্পিউটার সোর্স
সিলেটের রিকাবি বাজারে অবস্থিত মোহাম্মদ আলী জিমনেসিয়ামে শুরু হওয়া বিসিএস ডিজিটাল এক্সপো সিলেট কম্পিউটার মেলায় অংশ নিয়েছে কম্পিউটার সোর্স। মেলার প্লাটিনাম স্পন্সর ফুজিৎসু, লজিটেক ও নরটন-এর সর্বশেষ সংস্করণের পণ্য সম্পর্কে দর্শনার্থীদের নানা বিষয়ে অবহিত করা হচ্ছে। মেলা প্রাঙ্গণের ১নং পেভিলিয়নে জাপানি অরিজিন ফুজিৎসু লাইফবুক, বিশ্বনন্দিত লজিটেক তারহীন মাউস, কী-বোর্ড, স্পিকার, হোমথিয়েটার এবং পিসি সুরক্ষায় শীর্ষে থাকা নরটন এন্টিভাইরাস-এর বিভিন্ন সুবিধা সম্পর্কে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মেলা চলাকালে দর্শনার্থীদের অবহিত করা হবে জানিয়েছেন কম্পিউটার সোর্স-এর বিপনন ব্যবস্থাপক তারিক-উল হাসান খান। তবে মেলা শেষ হলেও জেলা শহরের কুমার পাড়া রহিম প্যালেসে অবস্থিত কম্পিউটার সোর্স-এর সিলেট শাখা থেকে প্রযুক্তিপ্রেমীরা এ সংশ্লিষ্ট সবধরনের তথ্য-সেবা পাবেন বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক হাসান রেজা জিতু। - বিজ্ঞপ্তি