বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » অগ্নি নির্বাপক রোবট আবিষ্কার করল রুয়েট
অগ্নি নির্বাপক রোবট আবিষ্কার করল রুয়েট
।। রাবি প্রতিনিধি ।।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)আবিষ্কার করল নতুন এক ধরনের অগ্নিনির্বাপক রোবট। ড.রোকনুজ্জামানের তত্তাবধানে রুয়েটের চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের কৃতি শিক্ষার্থী যথাক্রমে সৌরভ সরকার ও মুস্তফা মুহিবুল্লাহ শোভন এবং তড়িৎ কৌশল বিভাগের কৃতি শিক্ষার্থী শরীফ আহমেদ এই অগ্নি নির্বাপক রোবটটি আবিষ্কার করে। গতকাল বিশ্ববিদ্যালয়েল কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রদর্শনের মাধ্যমে এর মোড়ক উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড.রোকনুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের কৃতি শিক্ষার্থী যথাক্রমে সৌরভ সরকার ও মুস্তফা মুহিবুল্লাহ শোভন এবং তড়িৎ কৌশল বিভাগের কৃতি শিক্ষার্থী শরীফ আহমেদ।
রোবট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ড.রোকনুজ্জামান বলেন, এটি তড়িৎ গতিতে জলন্ত আগুনকে নিভিয়ে ফেলতে সক্ষম। আগুন লাগলে যেখানে মানুষের পক্ষে পৌছানো অসম্ভব ঠিক সেখানে এই রোবটটি নিখুতভাবে কাজ করবে। এর বৈশিষ্ট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন,আমাদের আবিস্কৃত এ নতুন রোবটটি রিমোট কন্ট্রোল। চলতে গিয়ে বাধার সম্মুখীন হলে তার বিপরীতভাবে চলার ব্যবস্থা এ রোবটটির রয়েছে। আগুন দৃষ্টির আড়াল হলেও যাতে এই রোবটটি নিখুতভাবে কাজ করতে পারে এ জন্য উন্নত মানের সিসি ক্যামেরার সংযোজনের প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।
এটি বাজারে ছাড়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ড.রোকনুজ্জামান বলেন, আর্মা এটি এখন বাজারে ছাড়ার কথা ভাবিনি। তবে সরকারের অনুমতি পেলে এবং আর্থিকভাবে সহযোগিতা পেলে আমরা এটি উন্নত করে বাজারে বা কোন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে পারব।
তালহা তারেক
রাজশাহী বিশ্ববিদ্যালয়