রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুছে ফেলুন মস্তিস্কো থেকে কষ্টের স্মৃতি!
মুছে ফেলুন মস্তিস্কো থেকে কষ্টের স্মৃতি!
কম্পিউটার মেমরির মতো মস্তিষ্ক থেকেও মুছে ফেলা যাবে কষ্টের স্মৃতি। তবে কল্পবিজ্ঞানের চলচ্চিত্রের মতো ‘ইলেকট্রিক শক’ বা ‘ব্রেইন ওয়াশ’ পদ্ধতিতে নয়, চেতনা নাশক হিসেবে ব্যবহৃত জেনোন গ্যাস ব্যবহার করেই চাইলেই মুছে ফেলা যাবে প্রণয় ভাঙার বেদনা, হৃদয়ের তটের প্রিয়জন হারানোর দাগ।
তবে এ জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। অবশ্য ইতিমধ্যেই ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে প্রাথমিক সফলতা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটসের এক দল গবেষক।
গবেষক দলের প্রধান হার্ভার্ড মেডিকাল স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটসের গবেষক এডওয়ার্ড জি মেলোনি জানিয়েছেন, প্রাথমিকভাবে স্বল্প মাত্রায় ইঁদুরের ওপর জেনোন গ্যাস প্রয়োগ করায় এরা ভয়ের স্মৃতি ভুলে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। এবার তারা মানুষের ক্ষেত্রে রোগী শ্বাস নেয়ার সময় অক্সিজেনের সঙ্গে জেনোন গ্যাস গ্রহণ করবেন এবং একই সময়ে কষ্টের স্মৃতি মনে করার চেষ্টা করবেন।
এই প্রযুক্তিতে গবেষকরা পুরোনো স্মৃতি মনে করার সময় মানুষের মস্তিষ্ক যখন সেই স্মৃতিগুলোকে আবার নতুন স্মৃতি হিসেবে তৈরি করতে শুরু করবে তখন জেনোন গ্যাস ব্যবহার করে সেই নতুন স্মৃতি তৈরি হওয়ার পদ্ধতিটাই আটকে দেবেন। তখন আর অতীতের কষ্টগুলো কুঁড়ে কুঁড়ে খাবে না।
গবেষণা নিয়ে আশাবাদ ব্যক্ত করে এডওয়ার্ড জি মেলোনি বলেছেন, “কষ্টের স্মৃতি কমিয়ে আনতে জেনোন গ্যাসের কার্যকারিতার প্রমাণ পেয়েছি আমরা। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসওর্ডার (পিটিএসডি) চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার হতে পারে এটি।” এফএনএস