শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি পড়াশোনা » দুই সেলিব্রিটির অ্যাকাউন্ট হ্যাক করে নগ্ন ছবি প্রকাশ
দুই সেলিব্রিটির অ্যাকাউন্ট হ্যাক করে নগ্ন ছবি প্রকাশ
দুই দিনও পেরোয়নি অনলাইনে দুই মেগা সেলিব্রিটি জেনিফার লরেন্স এবং কেট উপটানের নগ্ন ছবি কে বা কারা প্রকাশ করে দিয়েছে। এ ছাড়া আরো বহু সেলিব্রিটির এসব ছবি প্রকাশ করা হচ্ছে। অনেকেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুললেও তা অনেকেই তা নিজের বলে সত্যতা নিশ্চিত করেছেন।
যে বা যারা যে উদ্দেশ্য নিয়েই এসব কাজ করুক, তা ভয়ঙ্কর অপরাধ। কারণ সেলিব্রিটিরাও পরিবার-পরিজনদের নিয়ে জীবন কাটান। এসব ঘটনার মাধ্যমে এখন অনলাইনে যারা ছবি দেন তাদের জন্য কিছু শিক্ষা দিয়েছেন বিশেষজ্ঞরা।
১. বোঝাই যাচ্ছে সেলিব্রিটিরা তাঁদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তা করতেন না। কাজেই কেউ তাঁর নগ্ন ছবি তুলে অনলাইনের অ্যাকাউন্টে রাখার বিষয়ে কয়েকবার চিন্তা করে নিতে হবে। কারণ, হ্যাকাররা ভালো করেই জানেন কোথায় গিয়ে কিভাবে এসব অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। স্টোরেজ প্রোভাইডার বহু পার্টির মাধ্যমে এসব অ্যাকাউন্টে প্রবেশের পন্থাও তাদের জানা। কাজেই, নিরাপত্তা বিষয়ে ব্যাপক সাবধানতা অবলম্বন সব সময়ই জরুরি। স্নোডেন বলেছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অথরিটির হর্তাকর্তারাই এসব নগ্ন ছবি শেয়ার করে দেন। আর কোনোভাবে ক্লাউড স্টোরেজ থেকে তা চুরি হয়ে যায়।
২. স্পর্শকাতর জিনিসগুলো যদি ক্লাউডে রাখতেই হয় তবে তা এনক্রিপ্ট করে নিতে হবে। তবে প্রোভাইডারের দেওয়া পন্থায় এনক্রিপ্ট করলে তা ডিক্রিপ্ট করার উপায়ও রয়েছে হ্যাকারদের কাছে। তাই প্রোভাইডারের মাধ্যমে এনক্রিপ্ট করলেও সে বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন।
৩. অনলাইনে যে অ্যাকাউন্ট রয়েছে তার নিরাপত্তার বিষয়ে সচেতন থাকুন। প্রথমেই শক্তিশালী একটি পাসওয়ার্ড ঠিক করে নিতে হবে। আবার ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধারে যে হিন্ট প্রশ্ন দেওয়া থাকে তাতেও একটি কঠিন প্রশ্ন ও উত্তর দিন।
৪. ভেবে নেবেন না যে, সেলিব্রিটিদের ক্ষেত্রেই এমন হয়। আপনি সেলিব্রিটি না হলে কোনো চিন্তা নেই। বরং সাধারণা মানুষের জন্য বিষয়টি আরো বেশি জরুরি। কারণ সেলিব্রিটিদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মিডিয়া এর পেছনে লেগে যাবে। তাই অপরাধীরা বিপদে পড়তে পারে। কিন্তু সাধারণ মানুষদের ক্ষেত্রে মাথা ঘামাবে না পুলিশ। প্রতিটি অ্যাকাউন্টের ত্রুটি রয়েছে। তা ছাড়া যদি কোনো ফ্রি সার্ভিস ব্যবহার করে, তবে তাদের কাছ থেকে বড় ধরনের সহযোগিতা আশা করতে পারে না। তাই নিজেই সাবধান হোন।
৫. আর একটি বিষয় মাথায় রাখবেন, এমন কিছু অ্যাকাউন্টে রাখবেন না যা মানুষের মধ্যে প্রকাশ পেয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। বহু নারী অভিজ্ঞতার অভাবে বা বয়সের কারণে না বুঝে এমন বহু ব্যক্তিগত তথ্য-ছবি অনলাইন অ্যাকাউন্টে রেখে দেন এবং পরে বিপদে পড়তে পারেন। কারণ একবার এসব ছবি প্রকাশ পেয়ে গেলে তা সব সময়ের জন্য ইন্টারনেটে থেকে যেতে পারে।
তাই সবচেয়ে ভালো বুদ্ধি হলো এসব তথ্য কম্পিউটারে রেখে দেওয়া, কোনো অবস্থাতেই ইন্টারনেটে নয়। সূত্র : ফোর্বস