সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২২, ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি পড়াশোনা » দুই সেলিব্রিটির অ্যাকাউন্ট হ্যাক করে নগ্ন ছবি প্রকাশ
প্রথম পাতা » আইসিটি পড়াশোনা » দুই সেলিব্রিটির অ্যাকাউন্ট হ্যাক করে নগ্ন ছবি প্রকাশ
৭৯২ বার পঠিত
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই সেলিব্রিটির অ্যাকাউন্ট হ্যাক করে নগ্ন ছবি প্রকাশ

 image_124038gty_lawrence_upton_jef_140901_16x9_992.jpeg

দুই দিনও পেরোয়নি অনলাইনে দুই মেগা সেলিব্রিটি জেনিফার লরেন্স এবং কেট উপটানের নগ্ন ছবি কে বা কারা প্রকাশ করে দিয়েছে। এ ছাড়া আরো বহু সেলিব্রিটির এসব ছবি প্রকাশ করা হচ্ছে। অনেকেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুললেও তা অনেকেই তা নিজের বলে সত্যতা নিশ্চিত করেছেন।
যে বা যারা যে উদ্দেশ্য নিয়েই এসব কাজ করুক, তা ভয়ঙ্কর অপরাধ। কারণ সেলিব্রিটিরাও পরিবার-পরিজনদের নিয়ে জীবন কাটান। এসব ঘটনার মাধ্যমে এখন অনলাইনে যারা ছবি দেন তাদের জন্য কিছু শিক্ষা দিয়েছেন বিশেষজ্ঞরা।
১. বোঝাই যাচ্ছে সেলিব্রিটিরা তাঁদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তা করতেন না। কাজেই কেউ তাঁর নগ্ন ছবি তুলে অনলাইনের অ্যাকাউন্টে রাখার বিষয়ে কয়েকবার চিন্তা করে নিতে হবে। কারণ, হ্যাকাররা ভালো করেই জানেন কোথায় গিয়ে কিভাবে এসব অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। স্টোরেজ প্রোভাইডার বহু পার্টির মাধ্যমে এসব অ্যাকাউন্টে প্রবেশের পন্থাও তাদের জানা। কাজেই, নিরাপত্তা বিষয়ে ব্যাপক সাবধানতা অবলম্বন সব সময়ই জরুরি। স্নোডেন বলেছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অথরিটির হর্তাকর্তারাই এসব নগ্ন ছবি শেয়ার করে দেন। আর কোনোভাবে ক্লাউড স্টোরেজ থেকে তা চুরি হয়ে যায়।
২. স্পর্শকাতর জিনিসগুলো যদি ক্লাউডে রাখতেই হয় তবে তা এনক্রিপ্ট করে নিতে হবে। তবে প্রোভাইডারের দেওয়া পন্থায় এনক্রিপ্ট করলে তা ডিক্রিপ্ট করার উপায়ও রয়েছে হ্যাকারদের কাছে। তাই প্রোভাইডারের মাধ্যমে এনক্রিপ্ট করলেও সে বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন।
৩. অনলাইনে যে অ্যাকাউন্ট রয়েছে তার নিরাপত্তার বিষয়ে সচেতন থাকুন। প্রথমেই শক্তিশালী একটি পাসওয়ার্ড ঠিক করে নিতে হবে। আবার ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধারে যে হিন্ট প্রশ্ন দেওয়া থাকে তাতেও একটি কঠিন প্রশ্ন ও উত্তর দিন।
৪. ভেবে নেবেন না যে, সেলিব্রিটিদের ক্ষেত্রেই এমন হয়। আপনি সেলিব্রিটি না হলে কোনো চিন্তা নেই। বরং সাধারণা মানুষের জন্য বিষয়টি আরো বেশি জরুরি। কারণ সেলিব্রিটিদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মিডিয়া এর পেছনে লেগে যাবে। তাই অপরাধীরা বিপদে পড়তে পারে। কিন্তু সাধারণ মানুষদের ক্ষেত্রে মাথা ঘামাবে না পুলিশ। প্রতিটি অ্যাকাউন্টের ত্রুটি রয়েছে। তা ছাড়া যদি কোনো ফ্রি সার্ভিস ব্যবহার করে, তবে তাদের কাছ থেকে বড় ধরনের সহযোগিতা আশা করতে পারে না। তাই নিজেই সাবধান হোন।
৫. আর একটি বিষয় মাথায় রাখবেন, এমন কিছু অ্যাকাউন্টে রাখবেন না যা মানুষের মধ্যে প্রকাশ পেয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। বহু নারী অভিজ্ঞতার অভাবে বা বয়সের কারণে না বুঝে এমন বহু ব্যক্তিগত তথ্য-ছবি অনলাইন অ্যাকাউন্টে রেখে দেন এবং পরে বিপদে পড়তে পারেন। কারণ একবার এসব ছবি প্রকাশ পেয়ে গেলে তা সব সময়ের জন্য ইন্টারনেটে থেকে যেতে পারে।
তাই সবচেয়ে ভালো বুদ্ধি হলো এসব তথ্য কম্পিউটারে রেখে দেওয়া, কোনো অবস্থাতেই ইন্টারনেটে নয়। সূত্র : ফোর্বস



আইসিটি পড়াশোনা এর আরও খবর

বিডিকলিং একাডেমিতে নারীদের জন্য ‘অ্যাডভান্স ফটোশপ’ কোর্স বিডিকলিং একাডেমিতে নারীদের জন্য ‘অ্যাডভান্স ফটোশপ’ কোর্স
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে চুক্তি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে চুক্তি
নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের স্টেম স্কলারশিপ নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের স্টেম স্কলারশিপ
আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি
ব্রিটিশ কাউন্সিলের স্কুলস নাও সম্মেলন অনুষ্ঠিত ব্রিটিশ কাউন্সিলের স্কুলস নাও সম্মেলন অনুষ্ঠিত
ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী পলক ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী পলক
বই মেলায় আলতামিশ নাবিল এর ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’ বই মেলায় আলতামিশ নাবিল এর ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’
কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিস খাতে বিসিএস এর প্রশিক্ষণ কর্মসূচি কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিস খাতে বিসিএস এর প্রশিক্ষণ কর্মসূচি
বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক বই বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক বই
এটুআই এবং নেটকম লার্নিং এর মধ্যে চুক্তি এটুআই এবং নেটকম লার্নিং এর মধ্যে চুক্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ