সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২২, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি মার্কেট » প্রযুক্তিপণ্যের চলতি বাজার দর
প্রথম পাতা » আইসিটি মার্কেট » প্রযুক্তিপণ্যের চলতি বাজার দর
১১৩০ বার পঠিত
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রযুক্তিপণ্যের চলতি বাজার দর

 techonology.jpeg

রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারগুলোতে স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য-যন্ত্রাংশের দাম স্বাভাবিক রয়েছে। বাজারে আসা সেরা কিছু ব্র্যান্ডের নতুন মডেলের স্মার্টফোন সহ প্রয়োজনীয় কম্পিউটার অ্যাকসেসরিসের বর্তমান দর ক্রেতাদের সুবিধার্তে তুলে ধরা হলো।

স্মার্টফোন

স্যামসাং: স্যামসাং’র গ্যালাক্সি নোট থ্রি ৬৩,০০০, গ্রেন্ড টু ২৬,৫০০, কোর টু ১৬,৫০০ এবং এস ফাইভ ৬০০০০ টাকা।

নোকিয়া: নোকিয়ার এক্স টু এর দাম ১২,৫০০ টাকা এছাড়া এক্স এল ১৩,৯৯০ টাকা, ‘লুমিয়া৫২৫’ ১২৫০০ টাকা এবং আশা২১০ এবং আশা২৩০ এর দাম যথাক্রমে ৬১০০ টাকা এবং ৪৯৯৯ টাকা।

সিম্ফোনি: সিমফোনি‘র ‘এক্সপ্লোরার জেটআইভি’ ২২৯৯০ টাকা, ‘এক্সপ্লোরার জেটআই জেটআই’ ১৯৯৯০ টাকা, ‘এক্সপ্লোরার ডব্লিউ৮৬’ ৮৫৯০ টাকা, ‘এক্সপ্লোরার ডব্লিউআই৩০’ ১০,৯৯০ টাকা এবং ‘এক্সপ্লোরার এইচ১০০’ ১০,৫৯০ টাকা।

হুয়াওয়ে: হুয়াওয়ে ব্র্যান্ডের ওয়াই৫১১, পি৬, এবং জি৬৩০ মডেলের দাম যথাক্রমে ৮,২০০ টাকা, ২৪,৯৯০ টাকা, ১৫,৪৯০ টাকা।

সনি: সনি এক্সপেরিয়া সি, এক্সপেরিয়া এম২, এক্সপেরিয়া এল এবং এক্সপেরিয়া ভি মডেলের দাম পড়বে যথাক্রমে ১৮,৯৯০ টাকা, ২৩,৪৯০ টাকা, ১৫,৯৯০ টাকা এবং ২৩,৪৯০ টাকা।

এলজি: এ ব্র্যান্ডের জিপ্রো লেইট ডুয়েল মডেলের দাম ২৪,৯৯০ টাকা, জিটু ৩৯,৯৯০ টাকা, নেক্সাস ফাইভ ৩৪,৪৯০ টাকা আর ২৭০ ডুয়েল ১৪,৯৯০ টাকা।

কম্পিউটার অ্যাকসেসরিস

হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ব্র্যান্ডের ডিজিটাল ৫০০ জিবি ৪,৫০০ টাকা। ট্রানসেন্ডের এক্সটার্নাল ১ টেরাবাইট ৫০০ জিবি. ৪,৬০০ টাকা। স্যামসাং ৩২০ জিবি ৭,০০০ টাকা।
ৠাম: ডিডিআর-৩ অ্যাপাসার ২ জিবি ১,৭০০ টাকা, এডেটা ৪ জিবি ৩,০০০ টাকা আর ট্রানসেন্ডের ৪ জিবি ৩,৩৫০ এবং ৮ জিবি’র দাম ৬,২০০ টাকা।

প্রসেসর: ইন্টেল’র কোর আইথ্রি ৩.৩০ গিগাহার্টজ ৯,৩০০ টাকা, কোর আইথ্রি ৩.১০ গিগাহার্টজ ৮,০০০ টাকা, কোর আই ফাইভ ৩.২০ গিগাহার্টজ ১৬,০০০ এবং কোর আই সেভেন ৩.৪০ গিগাহার্টজ ২৫,৫০০ টাকা।

মাদারবোর্ড: গিগাবাইট‘র জিএ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০ টাকা, এএস রক এমডি ৯৬০জিএম-ভিজিএস৩ ৪,২০০ টাকা এবং ফক্সকন’র এইচ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা।

বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ জিবি ৫,৩০০ টাকা। ৭৫০ জিবি ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০ টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গিগাবাইট ৫,৫০০ আর ১ টেরাবাইট ৭৪০০ টাকা। এছাড়া এডেটা ৫০০ জিবি ৫০০০ ও ১ টেরাবাইট ৭,২০০ টাকা।

গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ জিবি ৪,১০০ টাকা। গিগাবাইট’র ৫৪৫০ ১ জিবি ৩,২০০ টাকা। আসুস ইএএইচ৫৪৫০ ১ জিবি ৩,২০০ ও এইচডি৬৪৫০ ২ গিগাবাইট ৫,২০০ টাকা।

এলসিডি মনিটর: স্যামসাং ১৭ ইঞ্চি,স্কয়ার ৯,৫০০ ও ১৮ ইঞ্চি,ওয়াইড ৮,১০০ টাকা। এলজি ১৭ ইঞ্চি, (স্কয়ার) ৮,৮০০ টাকা।

এলইডি মনিটর: স্যামসাং ১৫.৬ ইঞ্চি, ৬,৬০০ ও ২৭ ইঞ্চি (থ্রিডি) ৬২,৫০০ টাকা। ডেল ১৭ ইঞ্চি, ৯,৬০০ টাকা। আসুস ১৮.৫ ইঞ্চি, ৮,২০০ টাকা। এলজি ১৬ ইঞ্চি, ১৮.৫ ইঞ্চি ও ২১.৫ ইঞ্চির দাম যথাক্রমে ৬,৫০০, ৭,৮০০ এবং ১২,৮০০ টাকা।

কি-বোর্ড: বেলকিন ৯০০ থেকে ৪,০০০ টাকায়, ভেলু-টপ ডব্লিউ২৬১৩ ৪০০ টাকা ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা।

মাউস: নিউম্যান ইউএসবি ৩০০ টাকা, তারহীন ৭০০ টাকা এবং গেমিং ১,৫০০ টাকা। এফোরটেক পাওয়া যাবে ৩০০ থেকে ২,০০০ টাকায় আর লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকায়।

পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ জিবি ৫৫০ ও ১৬ জিবি ১০০০ টাকা। অ্যাপাসার ৪ জিবি ৪৮০ ও ৮ জিবি ৫০০ টাকা। এডেটা ৮ জিবি ৫৫০ ও ৩২ জিবি ১,৮০০ টাকা আর ভেরিকো ৮ জিবি’র দাম ৫০০ টাকা।

স্পিকার: ইডিফায়ার (২:১) ১,৬০০ থেকে ৩,২০০ টাকা। মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ এবং অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা।

কেসিং: স্পেস ১,৯০০ থেকে ৪,০০০ টাকা, ভেলু-টপ কে৬৭ ২,৪৫০ টাকা, ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ টাকা এবং গিগাবাইট ২,১০০ টাকা।

ইউপিএস: পার্ক পাওয়ার ৬৫০ভিএ ২,৮০০ ও ১২০০ভিএ ৫,২০০ টাকা। অ্যাপোলো ৬৫০ভিএ ২৮৫০ ও ১২০০ভিএ এর দাম ৫,০০০ টাকা।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন