শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ‘দেশে দিন দিন অনলাইনের পাঠক বাড়ছে’
‘দেশে দিন দিন অনলাইনের পাঠক বাড়ছে’
দেশে দিন দিন বাড়ছে অনলাইন সংবাদ মাধ্যমের পাঠক সংখ্যা। এটি প্রিন্ট মাধ্যমের জন্য অশনি সংকেত।
আর তাই তো সময়ের চাহিদা অনুযায়ী দেশের প্রিন্ট মাধ্যমগুলোও পুরোপুরি অনলাইনে চলে আসবে বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন পত্রিকার ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, আজকের ঘটনা মানুষ আর আগামীকাল পড়তে চায় না। মুহুর্তের খবর তাৎক্ষণিক প্রকাশ করায় অনলাইন সংবাদমাধ্যম দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। দেশ-বিদেশের সংবাদ এখন মানুষের হাতের মুঠোতেই থাকে। অগ্রসর পাঠকের প্রিয় সংবাদমাধ্যম হয়ে উঠছে এখন অনলাইন।
মন্ত্রী বলেন, অনলাইন পত্রিকার পাঠক বাড়ছে দিন দিন। ইন্টারনেটের প্রসারে গ্রামের মানুষও এখন মোবাইলে-কম্পিউটারের মাধ্যমে তাৎক্ষনিক খবর পেয়ে যাচ্ছে। ভবিষ্যতে ইন্টারেনেটের গ্রাহক আরও বাড়বে।
মোজাম্মেল হক বলেন, ডিজিটাল বাংলাদেশ মানেই যে শুধু ঘরে ঘরে কম্পিউটার ইন্টারনেট থাকবে তা নয়। ডিজিটাল বাংলাদেশ মানে মাথাপিছু আয় বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি, জীবনযাত্রা, স্বাস্থ্যসহ সবকিছু রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা।
দেশকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করাই ডিজিটাল বাংলাদেশ বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ সম্প্রচার নীতিমালা ও অনলাইন নীতিমালার পক্ষে বলেন, নীতিমালার প্রয়োজন আছে। নীতিমালা গণমাধ্যমের মঙ্গলের জন্যই।
সম্প্রচার নীতিমালায় গণমাধ্যমের জন্য ক্ষতির কারণ নয় বলে তিনি দাবি করেন।
মৎস্য ও পশু সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশাহ বলেন, অনলাইনে যেকোনো বিষয়ে ভালো প্রতিক্রিয়া হয়। এজন্য এর সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. সালাম খান, আব্দুর রহিম, রেজাউল ইসলাম প্রমুখ। বাংলানিউজটোয়েন্টিফোর.কম