মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » টুইটারেও আসছে কেনাবেচার সুবিধা
টুইটারেও আসছে কেনাবেচার সুবিধা
পছন্দের জিনিস কিনতে অন্য ওয়েবসাইটে যেতে হবে না। জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে শিগগিরই যুক্ত হচ্ছে কেনাবেচার জন্য একটি নতুন অপশন। বেশ কিছু প্রযুক্তিবিষয়ক সাইট আর সম্প্রতি এক ই-কমার্স সাইটের টুইটার অ্যাকাউন্টে ‘বাই’ বাটনটি এমনটিই ইঙ্গিত করছে। রিকোড নামের একটি সাইট জানিয়েছে, এ বছরই টুইটারে যুক্ত হচ্ছে বাই বাটন। আর এ ধরনের সেবা দিতে অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইপের সঙ্গে কাজ করবে টুইটার। জানা গেছে, টুইটার থেকে লগ আউট না করেই পছন্দের জিনিস কেনা, অনলাইন পেমেন্ট এবং শিপিং ইনফরমেশন দেয়ার মতো কাজগুলো করা যাবে। মাইক্রোব্লগিং সাইটটির মাধ্যমে সরাসরি পণ্য বিক্রির সুবিধাও পাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে টুইটারের মাধ্যমে ই-কমার্স সেবা দেয়ার পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে শীর্ষ ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি টুইটার বা স্ট্রাইপ।