রবিবার ● ২৪ আগস্ট ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » আপনার গোপন তথ্য গুলো গোপন থাকছে তো !!!
আপনার গোপন তথ্য গুলো গোপন থাকছে তো !!!
আপনার গোপন তথ্য গুলো গোপন থাকছে তো? কিংবা আপনার নিজের কম্পিউটারেই তথ্যগুলো কতটা নিরাপদ? গোপন অথবা রহস্যময় কোন তথ্য জানার কৌতুহল মানুষেরই সবচেয়ে বেশি। আবার গোপন তথ্য জানতে অনেকে আবার গোয়েন্দা হতে চান।
অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার কম্পিউটার অহরহ ব্যবহার হচ্ছে। এ ক্ষেত্রে আপনার অনেক প্রয়োজনীয় ফাইল অরক্ষিত হয়ে পড়ে। আপনি চাচ্ছেন না এই ফাইল অন্য কেউ দেখুক। এ ক্ষেত্রে আপনার নির্ধারিত ফাইলটি লুকিয়ে রাখার প্রয়োজন পড়ে। আর তার জন্য রয়েছে কিছু পদ্ধতি। যা ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ফাইলটি কম্পিউটারে গোপন রাখতে পারেন। একই সাথে পাসওর্য়াড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন ফাইলটি।
ফাইল গোপন রাখতে আমরা পাসওর্য়াড ব্যবহার করতে এক্সটা সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে থাকি। কিন্তু আমরা এটা মাইক্রোসফট অফিস এক্সেলের মাধ্যমে খুব সহজে করতে পারি। এই পদ্ধতি অনেক নিরাপদ অনান্য সফটওয়্যারের তুলনায়।
কারণ, এতে বিভিন্ন ধরনের ফাইল পাসওর্য়াড দেয়ার অপশন রয়েছে। এবং কেউ বুঝতে পারবে না যে, এক্সেলে আপনার গোপনীয় ফাইল লুকানো আছে।
• এ ক্ষেত্রে যদি মাইক্রোসফট অফিস না থাকে তাহলে প্রথমে তা ইনস্টল করে ফেলুন। এরপর মাইক্রোসফট এক্সেল চালু করুন।
• এখন Insert মেন্যু তে যান ।
• Object অপশনে ক্লিক করুন ।
• Create From File এ ক্লিক করুন ।
• Browse Option এ ক্লিক করুন এবং আপনার ফাইল সিলেক্ট করুন ।
• আপনার ফাইল আপলোড হওয়ার জন্য অপেক্ষা করুন ।
• এখন মেইন মেন্যু তে যান ।
• Prepare অপশনে ক্লিক করুন ।
• Incrypt Document সিলেক্ট করুন ।
• আপনার পাসওয়ার্ড দিন ।
• আবার আপনার পাসওয়ার্ড দিন ।
এখন ফাইলটি সেভ করুন ।