শনিবার ● ২৩ আগস্ট ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটি ক্ষেত্র, যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ অনেক। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এ ক্যারিয়ার গড়তে চান তাদের এ স¤পর্কে পরিপূর্ণ ধারণা দিতে গত ২২ আগস্ট (শুক্রবার) রাজধানীর ধানমন্ডিতে এমানুল্লা কনভেনশন সেন্টারে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ক দিনব্যাপী লাইভ কর্মশালার আয়োজন করে অ্যাফিলিয়েট মার্কেটার্স বিডি। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্স-ওডেস্ক এবং পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পেওনিয়ার এর পৃষ্ঠপোষকতায় এবং রিফাত আহমদ এর আয়োজিত এই কর্মশালা সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইল্যান্স-ওডেস্কের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। কর্মশালাটি পরিচালনা করেন কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং পেওনিয়ার বাংলাদেশ অ্যাম্বাসেডর রিফাত আহমেদ।
কর্মশালায় অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে কাজ শুরু করতে হয়, যা প্রয়োজন, নিশ বাছাই, ডিজিটাল প্রোডাক্ট ১০১, অ্যাফিলিয়েট টার্মস, ক্লিকশিউর মার্কেটপ্লেস কিভাবে কাজ করবেন এবং নতুন দুটি মার্কেটপ্লেস স¤পর্কে আলোচনা, ল্যান্ডিং পেজ ১০১, বিনামূল্যে সাইটে ট্রাফিক পদ্ধতি এবং পেইড ট্রাফিক পদ্ধতি, লাইভ ক্যা¤েপইন তৈরী, ¯পন্সর ইভেন্ট ১, ২, ৩ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে আগ্রহী দুই শতাধিক ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন। এবং আগামী ২৯শে আগস্ট(শুক্রবার) চিটাগাং এ অনুষ্ঠিত হবে একই কর্মশালা।
উল্লেখ্য, অ্যাফিলিয়েট মার্কেটার্স বিডি ২০১৩ সালের মাঝামাঝি সময়ে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে। ইতোমধ্যে ফেসবুকে তাদের ৫৭ হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটার্স বিডি সফলতার সাথে ১ বছর যাবত জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছে। এছাড় এ কমিউনিটিটি নিয়মিত ইউটিউবে ফ্রি ভিডিও টিউটোরিয়ালও প্রকাশ করে। এই ভিডিও টিউটোরিয়াল দেখে ইতোমধ্যে অনেকেই স্বাবলম্বী হয়েছেন বলে জানিয়েছেন রিফাত আহমেদ।
বিস্তারিত জানতে: www.affiliatemarketersbd.com