মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ‘তথ্যকল্যাণী’ স্থানীয় শিক্ষিত নারীদের জন্য স্বনির্ভর পেশা
‘তথ্যকল্যাণী’ স্থানীয় শিক্ষিত নারীদের জন্য স্বনির্ভর পেশা
দেশব্যাপী তথ্যকল্যাণী মডেল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গত ২৭ ডিসেম্বর, ২০১১ থেকে ৩১ ডিসেম্বর, ২০১১ ডি.নেট দেশের বিভিন্ন অঞ্চলের সাতটি বেসরকারী প্রতিষ্ঠানের নয় জন অংশগ্রহণকারীকে তথ্যকল্যাণী প্রশিক্ষণ প্রদান করা হয়।
ডি.নেটের উদ্ভাবিত মডেলগুলোর একটি হল ‘তথ্যকল্যাণী’ মডেল। ‘তথ্যকল্যাণী’ স্থানীয় শিক্ষিত নারীদের জন্য একটি আধুনিক স্বনির্ভর পেশা। নিজ বাড়িতে বসে এবং সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, গৃহকর্মী, বেকার যুবক-যুবতী, কৃষিজীবি, শ্রমজীবি, বয়স্ক সহ সকল এলাকাবাসীকে তথ্য ও পরামর্শ এবং রকমারি সেবা প্রদানের একটি সম্মানজনক পথ। নারী, শিশু, বৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধীসহ যারা ঘরের বাইরে সচরাচর বের হতে পারেন না তাদের জন্য তথ্যকল্যাণী একটি বিশেষ আয়োজন।