বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » পিসি থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস চালানোর অ্যাপ স্ন্যাপপি
পিসি থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস চালানোর অ্যাপ স্ন্যাপপি
ডিভাইস ম্যানেজার অ্যাপ হিসেবে সুনাম আছে স্ন্যাপপির। এর সাহায্যে পিসির মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজ করা, ব্যাকআপ রাখা, ফাইল ম্যানেজমেন্টসহ আরও অনেক কাজ সহজে করা যাবে। স্ন্যাপপির ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। পাশাপাশি গুগল প্লেস্টোর থেকে অ্যাপসি ইনস্টল করতে হবে অ্যান্ড্রয়েড ডিভাইসেও। এবার স্ন্যাপপির সঙ্গে সংযোগ দিতে ডিভাইসকে ইউএসবি ডিবাগিং মোডে পিসিতে সংযুক্ত করতে হবে। পিসির অ্যাপ্লিকেশনে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সনের সঙ্গে সংযোগের পদ্ধতি দেখানো আছে। এরপর পিসির স্ন্যাপপি সফটওয়্যার চালু করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে। অ্যান্ড্রয়েডের অ্যাপস ব্যাকআপ ও ম্যানেজমেন্ট ছাড়াও অ্যান্ড্রয়েড অ্যাপস ডেস্কটপে ডাউনলোড করে ডিভাইসে ইনস্টল করা, অ্যাপস ডিলিট করা, ইন্টারনাল মেমোরি থেকে এসডি কার্ডে ডাটা কপি করার মতো কাজগুলো সহজেই করা যাবে এটি দিয়ে। এছাড়া মিডিয়া ফাইল ব্যাকআপ রাখা ও ডিভাইসে সিঙ্ক করা যাবে। মোবাইলের কন্ট্র্রাক্ট লিস্ট, এসএমএস ব্যাকআপ রাখা ও এডিট করা যাবে এর সাহায্যে। এমনকি পিসি থেকে এসএসএম লিখেও পাঠানো যাবে। আবার ডিভাইসটি পিসি থেকে চালাতেও এটি কার্যকর।