রবিবার ● ১৭ আগস্ট ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুকে স্মার্ট সেলফি কনটেস্ট
ফেসবুকে স্মার্ট সেলফি কনটেস্ট
টারগাস বাংলাদেশ ফেসবুক ফ্যান পেজ-এ শুরু হয়েছে স্মার্ট সেলফি কনটেস্ট। স্মার্ট টেকনোলজিস-এর উদ্যোগে আয়োজিত এই সেলফি প্রতিযোগিতায় যেকোন ফেসবুক ইউজার তার স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরা দিয়ে নিজের সেলফি তুলে টারগাস বাংলাদেশ পেজ এ মেসেজ এর মাধ্যমে পাঠাতে পারবেন।
প্রত্যেক প্রতিযোগীর ছবি-ই পেজ এ বিশেষ ফ্রেমের মাধ্যমে আপলোড করা হবে এবং তাকে ছবির লিঙ্ক ফিরতি মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। ছবিতে সবচেয়ে বেশি লাইক-এর ভিত্তিতে ১০ জন প্রতিযোগীকে বিশ্বখ্যাত টারগাস ব্রান্ডের ব্যাকপ্যাক উপহার দেয়া হবে। প্রতিযোগিতায় ১৫ আগস্ট পর্যন্ত ছবি পাঠানো যাবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.facebook.com/targusbangladesh.