রবিবার ● ১৭ আগস্ট ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » হজযাত্রীদের জন্য জরুরি অ্যাপ
হজযাত্রীদের জন্য জরুরি অ্যাপ
হজের আপডেট তথ্য, নামাজের সময়সূচি, জরুরি ফোন নম্বর, হজ্বযাত্রীর পরিচিতি, হজ পালনের সময় গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে উন্মুক্ত হয়েছে বিশেষ অ্যাপ পিলগ্রিম গাইড। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও আইওএস অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের জন্য এটি উপযোগী। অনলাইনে হজ্বের তথ্যসেবাদাতা ও সরকারকে কারিগরি সহায়তাদাতা প্রতিষ্ঠান বিজনেস অটোমেশনের প্রধান নির্বাহী জাহিদুল হাসান বলেন, মিনায় সব তাঁবু একই রকম হওয়ায় নিজের তাঁবু খুঁজে পেতে হাজীদের বিপাকে পড়তে হয়। এ সমস্যা দূর করতে এ অ্যাপে জিপিএস লোকেশন সিস্টেমটি ইন্টিগ্রেট করা হয়েছে। হাজীরা তাদের আইডি নম্বর দিয়েই সেখানে পৌঁছতে পারবেন।
এছাড়া আইভিআরের মাধ্যমে হাজীদের সর্বশেষ তথ্য ভয়েস মেসেজের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে হজ চলাকালে কোনো হাজী অসুস্থ হলে, মৃত্যুবরণ করলে কিংবা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল থেকে ১৬২২০ নম্বরে ফোন করে জানতে পারবেন।
অ্যাপ এবং আইভিআর সেবার মাধ্যমে ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার পর ফ্লাইটের অবস্থান এবং অবতরণ করামাত্র ফিরতি এসএমএসে হাজীর স্বজনদের জানিয়ে দেয়া হবে।
হজ পোর্টালে ‘অ্যাডভান্স সার্চ’ এর মাধ্যমে হাজীদের খোঁজ মিলবে। গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে নেয়া যাবে।