সোমবার ● ১১ আগস্ট ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » স্মার্টফোনের মাধ্যমে আর্থিক লেনদেন ঝুঁকিপূর্ণ
স্মার্টফোনের মাধ্যমে আর্থিক লেনদেন ঝুঁকিপূর্ণ
স্মার্টফোনের মাধ্যমে কেনাবেচা মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে মস্কোভিত্তিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ আইবি। এক ধরনের লেনদেনের সময় ম্যালওয়্যারের সাহায্যে হ্যাকাররা ফোন থেকে যাবতীয় পাসওয়ার্ড, বিশেষ করে আর্থিক লেনদেনের পাসওয়ার্ডসহ বিভিন্ন মেসেজ হাতিয়ে নেয়।
যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে এরই মধ্যে ৫ লাখ ৪১ হাজার স্মার্টফোন এ ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মোবাইলের বদলে বিকল্প উপায়ে লেনদেনের পরামর্শ দিয়েছে আইবি। ম্যালওয়্যারটি মূলত এসএমএসের মাধ্যমে ছড়ায়। এসএমএসগুলোতে সাধারণত ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের ছবি ডাউনলোডের পরামর্শ দেয়া হয়, যেটি মূলত ফাঁদ। ওই ছবি ডাউনলোডের লিঙ্ক ধরেই ইনস্টল হয় ম্যালওয়্যার। তারপর ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে, যা পাসওয়ার্ড বেহাত হওয়ার আগে কোনোভাবেই টের পায় না ব্যবহারকারী।
গ্রুপ আইবির ঊর্ধ্বতন কর্মকর্তা নিকিতা কিসলিতসিন এ প্রসঙ্গে বলেন, ‘এ সমস্যা থেকে বাঁচতে ব্যবহারকারীদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে।’ সূত্র : ইন্টারনেট