সোমবার ● ১১ আগস্ট ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » জি-মেইলে বিরক্তিকর মেইল আনসাবসক্রাইব
জি-মেইলে বিরক্তিকর মেইল আনসাবসক্রাইব
বিভিন্ন কোম্পানির পণ্যপ্রসারের নানা মেইল আসে মেইল ব্যবহারকারীর ইনবক্সে আনসাবসক্রাইব অপশনের মাধ্যমে জি-মেইল ব্যবহারকারীরা বিরক্তিকর এসব মেইল থেকে মুক্তি পাবেন। অপশনটি মেইলের ওপর দিকে প্রেরকের ঠিকানার পাশে লিঙ্ক আকারে পাওয়া যাবে। এজন্য প্রেরককে ওই লিঙ্কটি যুক্ত করে দিতে হবে। জি-মেইল ব্যবহারকারীদের জন্য ক্যালেন্ডার সেবার কথাও ভাবছে গুগল।