শনিবার ● ৯ আগস্ট ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দাঁত তুলতে হেলিকপ্টার!
দাঁত তুলতে হেলিকপ্টার!
দাঁত তুলতে সাঁড়াশির ব্যবহারের কথা মোটামুটি সবাই জানে। কিন্তু তাই বলে দাঁত তুলতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এটা কেউই প্রথম ধাক্কায় মানতে চাইবেন না। কিন্তু অবাক হলেও সত্যি আয়ারল্যান্ডের ডাবলিনের প্রযুক্তিবান্ধব বাবা ম্যালকম শন ছেলে অ্যাডামের দুধদাঁত তুলতে ব্যবহার করেন কোয়াডকপ্টার নামের একপ্রকার খেলনা হেলিকপ্টার। দাঁত তোলার এই দৃশ্যটি ভিডিও করে ইউটিউবে ছড়িয়ে দেয়ার পর প্রায় ৮০ হাজার মানুষ ইতোমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছে।
বাবা ম্যালকম সুতোর এক প্রান্ত অ্যাডামের দাঁতের সঙ্গে আর অন্য প্রান্ত কোয়াডকপ্টারটির সঙ্গে বাধেন। এরপর রিমোট কন্ট্রোলের সাহায্যে হেলিকপ্টারটিকে আকাশে উড্ডয়ন করেন। হেলিকপ্টারের এক ঝটকায় দাঁতটি উঠে যায়। ছেলের দাঁত তোলা নিয়ে ম্যালকম বলেন, ‘কয়েক সপ্তাহ আগেই অ্যাডামের নড়বড়ে দাঁতটি খেয়াল করি। তখনই আমার মাথায় বুদ্ধি আসে। আর আমি সেটা আমার ছেলেকে জানাই। এরপর আমি আমার ছেলে ও একটা কোয়াডকপ্টার নিয়ে শুরু করে দেই দাঁত তোলার কাজ। আমার ছেলে অবশ্য আমার পরিকল্পনা শুনেই বলেছিল ‘আমার দাঁত এখনই তুলে দাও বাবা’।’
‘আপনি পুরো ঘটনাটি ভিডিওতে দেখতে পারেন ইচ্ছে করলে। কোয়াডকপ্টারটি যখন দাঁতটি তুলে নেয় তখন অ্যাডামের মাথা বা মুখ একটুও ঝাকি খায়নি। আর এটা এতো সহজ ভাবে হয়ে গেছে যে প্রথমে বিশ্বাসই করতে পারিনি।’ এভাবেই হেলিকপ্টার দিয়ে দাঁত তোলার গটনাটি বর্ননা করছিলেন ম্যালকম।