শনিবার ● ৯ আগস্ট ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শত্রু হয়ে উঠতে পারে প্রিয় ল্যাপটপ
শত্রু হয়ে উঠতে পারে প্রিয় ল্যাপটপ
প্রিয় ল্যাপটপটি হয়ে উঠতে পারে আপনার বড় শত্রু। কারণ এর ভয়ঙ্কর রেডিয়েশন, যা আপনাকে নানাবিধ রোগব্যাধির দিকে ঠেলে দিতে পারে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কোলের ওপর বা শরীরের কাছাকাছি ল্যাপটপ রাখা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। ল্যাপটপ এবং এর সঙ্গে ইন্টারনেটের ওয়াইফাই রেডিয়েশন মানুষের শরীরে ভয়ানক প্রভাব ফেলতে পারে। সৃষ্টি হতে পারে ক্যান্সার কিংবা ত্বকের নানা সমস্যা।
অপর এক গবেষণায় পাওয়া তথ্যমতে, ওয়াইফাই প্রযুক্তির ল্যাপটপ ব্যবহারে কমে যেতে পারে পুরুষের শুক্রাণুর পরিমাণ। ল্যাপটপ ব্যবহারের সময় যে উত্তাপ তৈরি হয়, তাতে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে এবং তার সঙ্গে যদি ওয়াইফাই সিগন্যাল থাকে, তাতে ক্ষতির মাত্রা দ্বিগুণ হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, ওয়াইফাই সিগন্যাল শরীরের ওপর যে প্রভাব ফেলে তাতে সরাসরি দেহ কোষের ক্ষতি হয়। বিশেষ করে ত্বকের ক্ষতি হয় ব্যাপকভাবে। এ ধরনের সিগন্যালের প্রভাবে ডিএনএ সঠিকভাবে শুক্রাণু তৈরি করতে পারে না ১০ শতাংশ ক্ষেত্রে। তাই ল্যাপটপের বদলে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার এবং ল্যাপটপ যতটা সম্ভব দূরে রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। সূত্র : ইন্টারনেট