শনিবার ● ৯ আগস্ট ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » মোবাইলের জন্য চমৎকার ৭টি ফটো এডিটর অ্যাপস
মোবাইলের জন্য চমৎকার ৭টি ফটো এডিটর অ্যাপস
মনের মতো ছবিগুলোকে আরো জটিল করে তুলতে ফটো এডিটিং অ্যাপগুলো দারুণ কাজের। সোশাল মিডিয়ায় পোস্ট দেওয়ার আগে ছবিটিকে সবাই একটু ঠিকঠাক করে নিতে চান। এখানে জেনে নিন মোবাইল ও ট্যাবের জন্য ফটো এডিটিংয়ের দারুণ কিছু অ্যাপস।
১. স্ন্যাপসিড (SnapSeed) :
এই হ্যান্ড ফটো এডিটর সম্ভবত গুগল প্লাসের জন্য বানানো হয়েছে। কারণ এর মাধ্যমে ছবি এডিট করে খুব সহজেই গুগল প্লাসে পোস্ট করা যায়। নিজের কাজে অ্যাপটি দারুণ দক্ষ। প্রচুর ফিচার ব্যবহার করে ছবিকে মনের মতো করে ফেলতে পারবেন।
২. বি ফাঙ্কি ফটো এডিটর (BeFunky Photo Editor) : ট্যাবলেটের জন্য খুব সহজ এবং দারুণ কাজের এই ফটো এডিটর। বেশ কয়েকটি ফাংশনের মাধ্যমে খুব সহজে কাজ করতে পারবেন। অনেকরকম এডিট করতে পারবেন যেগুলো বেশ শৈল্পিক। এই দিকটি মোটেও কঠিন নয়। মোবাইলেও এটি কার্যকর এবং মজার ছবি তৈরি করা যায়।
৩. অ্যাভিযারির ফটো এডিটর (Photo Editor by Aviary) :
এটা গতানুগতিক অ্যাপ। অর্থাৎ, মজার চেয়ে আসল কাজটি পেশাদারিত্বের সঙ্গে করা যাবে এখানে। এই অ্যাপে ক্রপ, রিডিউস, ফ্লিপ, ফিক্স রেড আই ইত্যাদি কাজ সহজেই করা যাবে। এর আগে একটি ফটো এডিটরও যদি ব্যবহার করে থাকেন, তবে এটি ব্যবহার করতে মোটেও অসুবিধা হবে না।
৪. ফটোশপ টাচ (Photoshop Touch) :
এই অ্যাপটি টাচস্ক্রিন ফোনের জন্য বানানো হয়েছে। তবে অধিকাংশ ফটো এডিটর অ্যাপই টাচ স্ক্রিনের জন্য বানানো হয়। তবুও এটি অন্যগুলোর চেয়ে কিছুটা আলাদা এবং টাচ স্ক্রিনে কাজ করতে বেশি সুবিধা দেবে।
৫. ফটো ইফেক্টস (Photo Effects Pro) :
ইন্টারনেটে নিজের ছবি প্রকাশ করতে গেলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি দ্রুত এবং সহজ। তা ছাড়া ত্রুটিপূর্ণ ছবি ঠিক করার অনেক অপশন এতে দেওয়া রয়েছে। একটি স্টাইলাস পেন দিয়েও এতে কাজ করা যায়।
৬. পিক্সার্ট ফটো স্টুডিও (PicsArt Photo Studio) : ছবি এডিটিং নিয়ে রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবেন এই অ্যাপ দিয়ে। খুব জটিল কাজ করা না গেলেও এটি দিয়ে হাত পাকিয়ে নিতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটি একটি উন্নতমানের অ্যাপ।
৭. পিকসে (PicSay - Photo Editor) :
বহু ফিল্টার এবং ফিচারসমৃদ্ধ এই অ্যাপটি। নিজের ছবিতে নানা মাত্রা দিতে পারবেন এই অ্যাপ দিয়ে। অ্যাপটি ব্যবহার করে দারুণ মজা পাবেন। নিঃসন্দেহে সেরাগুলোর মধ্যে একটি। সূত্র : ইন্টারনেট