শনিবার ● ৯ আগস্ট ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যাত্রা শুরু করলো ‘টাইমস পিআর’ ওয়েবসাইট
যাত্রা শুরু করলো ‘টাইমস পিআর’ ওয়েবসাইট
যাত্রা শুরু করলো টাইমস পিআর-এর ওয়েবসাইট (http://www.timespr.com)। পাবলিক রিলেশন নিয়ে যারা পড়াশোনা করেন বা যারা এ সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য ওয়েবসাইটটিতে সার্বিক ধারণা দেওয়া হয়েছে।
পাবলিক রিলেশন বা পিআর কি? পিআর বনাম বিজ্ঞাপন, পিআর কীভাবে একটি প্রতিষ্ঠানের ব্যবসা সমৃদ্ধিতে সহযোগিতা করে? কেনই বা পিআর প্রয়োজন, পিআর ও বৈশ্বিক ব্যবসা, পিআর কেৌশল, পিআর-এর ইতিহাস, ইন্টারনেটে পিআর, সচরাচর পিআর গ্রাহক, পিআর-এর ব্যবহার, প্রেস রিলিজ, বিজ্ঞাপন, নিউজ লেটার, ব্লগিং, অনলাইন ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিআর-এর খরচ, পিআর-এর চ্যালেঞ্জ, পিআর-এর প্রভাবসহ ইত্যাদি সস্পর্কে প্রচুর তথ্য রয়েছে এখানে। ফেসবুক পেজে https://www.facebook.com/TimesprBD এই ঠিকানাতেও টাইমস পিআর সমপর্কে বিস্তারিত জানা যাবে।