মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » নতুন বছরের গেমিং এক্সেসরিজ
নতুন বছরের গেমিং এক্সেসরিজ
গেমারদের জন্য নতুনগেমিং এক্সেসরিজ বাজারে এসেছে। দেশের বাজারে আসা এসব গেমিং এক্সেসরিজের মধ্যে রয়েছে- রেজার মাউস, কি-বোর্ড, মাউস প্যাড ও অডিও সরঞ্জাম। বিপননকারী প্রতিষ্ঠান সূত্র মতে- ব্যাটেল পিল্ড থ্রি-এর মতো দুর্দান্ত সব গেম খেলায় ব্যবহৃত রেজার গেমিং কি-বোর্ডের মধ্যে রয়েছে ব্লাকউইডো, অ্যানানসি, লিকোসা, নসট্রোমো এবং আর্কটোসা মডেলের ফুল ম্যাকানিকাল ও প্রোগ্রাম কি সম্পন্ন কিবোর্ড। এছাড়াও রেজার ম্যামবা,নাগা, অ্যাবিসুস ও অর্চি মডেলের ১২টি স্বতন্ত্র গেমিং মাউসগুলো সেকে- প্রতি সর্বোচ্চ ট্রাকিং গতি সুবিধা রয়েছে। সাথে রয়েছে এইচটিআরএফ প্রযুক্তির ৮টি ভিন্ন মডেলের ইয়ারফোন এবং ড্রগন এজ টু খেলার মতো গেম খেলার উপযোগী ওনজা প্রফেশনাল গেমিং কন্ট্রলার। প্রতিটি পণ্যের সাথেই রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। এই গেমিং প্রডাক্টস দেশের বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স।