সোমবার ● ৪ আগস্ট ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিরাপত্তা অ্যাপের সেলফিতে ধরা পড়ল মোবাইল চোর
নিরাপত্তা অ্যাপের সেলফিতে ধরা পড়ল মোবাইল চোর
সময়ের প্রয়োজনে আমাদের নিত্যদিনের সঙ্গী এখন প্রযুক্তি। ল্যাপটপ, ট্যাব, নোটবুক ব্যবহার করলেও আমরা সবসময়ই যে জিনিসটি সঙ্গে রাখি তা মোবাইল। শুধু অন্যের সঙ্গে যোগাযোগের জন্য নয় বরং ইন্টারনেট ব্যবহার, রেডিও, গান শোনা, গেমসসহ বিভিন্ন প্রয়োজনীয় ও বিনোদনমূলক কাজে আমরা অভ্যস্ত হয়ে পড়ি প্রিয় মোবাইলটির সঙ্গে।
আর সেটি যদি হয় নামিদামি কোনো ব্র্যান্ডের তাহলে তা কিনতে বেশকিছু গাঁটের পয়সাও খরচ হয়। তাই প্রিয় মোবাইল ফোনটি চুরি হয়ে যাওয়ার একটা ভয় থেকেই যায় আমাদের মনে।
আপনার মোবাইল ফোনের নিরাপত্তা দিতে পারে ‘লুকআউট’ নামের একটি নিরাপত্তা অ্যাপ।
কেউ চুরি করা ডিভাইস আনলক করার চেষ্টা করলে তা শনাক্ত করে ফেলে এই অ্যাপটি। এরপরে সেলফি তোলার মতো চোরের ছবি তুলে ফেলে অ্যাপটি। তারপর ছবিসহ চোরের অবস্থানের মানচিত্র মোবাইলের মালিককে ইমেইল করে দেয় লুকআউট নামের অ্যাপটি।
‘লুকআউট’ অ্যাপের বদৌলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধরা পড়েছে এক মোবাইল চোর। ফ্লোরিডার লেকল্যান্ড এলাকায় ক্যাথি কার্টার নামের এক নারী ডাক্তার দেখাতে যাওয়ার সময় তার গাড়ির সামনের জানালা খুলে রেখে যান। ভুল করে গাড়ির সিটের ওপর প্রিয় মোবাইল ফোনটিও ফেলে যান ক্যাথি। ডাক্তারের কাছ থেকে ফিরে তিনি দেখেন, চুরি হয়ে গেছে তার সাধের মোবাইলটি।
এই ঘটনার কয়েক ঘণ্টা পর এক নারীর ছবিসহ একটি ইমেইল পান ক্যাথি। এর সঙ্গে ওই এলাকার মানচিত্র যেখান থেকে মোবাইলটি খুঁইয়েছিলেন তিনি।
এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইল চোরের ছবি পোস্ট করেন ক্যাথি। ছবি দেখে ওই চোরকে চিনতে পারেন ক্যাথির এক বন্ধু। পরে পুলিশ চোরকে গ্রেফতার করে উদ্ধার করেন ক্যাথির হারানো মোবাইল। সূত্র : এনডিটিভি।