সোমবার ● ২১ জুলাই ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » হ্যাকার নিয়োগ দিচ্ছে গুগল
হ্যাকার নিয়োগ দিচ্ছে গুগল
একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রকল্প হাতে নিয়েছে। অর্থাৎ হ্যাকার দিয়ে ইন্টারনেটের নিরাপত্তা বাগ সারানোর প্রকল্প হাতে নিয়েছে গুগল। ‘প্রোজেক্ট জিরো’ নামের এই প্রকল্পে ইতিমধ্যে একদল হ্যাকারকে নিয়োগ দিয়েছে তারা। গুগল জানায়, নতুন নিয়োগ করা দলটি শুধু ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। দলটি কোনো বাগ খুঁজে পেলে তৃতীয় কোনো পক্ষকে না জানিয়ে সরাসরি সফটওয়্যার বা সেবা বিক্রেতাকে অবহিত করবে। এছাড়া তারা এসব বাগ পাবলিক ডেটাবেসে রেজিস্ট্রি করবে। এ কাজের সঙ্গে দলটি সমস্যাগুলোর বিশ্লেষণ করবে।
ইন্টারনেটে বিভিন্ন ক্ষতিকর হামলা থেকে ব্যবহারকারীদের বাঁচানোই তাদের মূল কাজ থাকবে উল্লেখ করে গুগল জানায়, হার্টব্লিড ধরনের বাগ থেকে তারা মানুষকে নিরাপত্তা দেবে।
গুগল নিরাপত্তা গবেষণা দলের সদস্য ক্রিস ইভান্স এক ব্লগ পোস্টে এ বিষয়ে জানান, এই কার্যক্রম সফটওয়্যার বাগের মাধ্যমে কারও কম্পিউটার থেকে গোপনীয় তথ্য হাতিয়ে নেয়া বা নজরদারি থেকে সুরক্ষা দেবে।আমাদের সময়