বুধবার ● ১৬ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিজিটাল ঈদ সুভেচ্ছা
ডিজিটাল ঈদ সুভেচ্ছা
চলছে ঈদের আয়োজন। আনন্দের এই উৎসবে দূরের বা কাছের প্রিয়জন, বন্ধুবান্ধবদের কাছে শুভেচ্ছা পৌঁছে দিতে না পারলে ঈদের আনন্দটাই অপূর্ণথেকে যায়। তাই অপেক্ষা এখন ঈদের শুভেচ্ছা বিনিময়ের। এই তো কিছুদিন আগেও ঈদের শুভেচ্ছা জানাতে ঈদ কার্ডের বেশ জনপ্রিয়তা ছিল। এখন ঈদ কার্ডের জায়গা দখল করতে বসেছে মুঠোফোনের এসএমএস, ভার্চুয়াল শুভেচ্ছা কার্ড, ভার্চুয়াল উপহার ইত্যাদি। আপনজন যেখানেই থাকুক, ইন্টারনেটের মাধ্যমে সহজেই এখন সেই শুভেচ্ছা পৌঁছে দেওয়া যায়। তাই শুভেচ্ছা জানানোর এসব ভার্চুয়াল উপকরণের দিকেই ঝুঁকছে নতুন প্রজন্ম। ঈদ উপলক্ষে এসব ভার্চুয়াল আয়োজন নিয়ে যেমন রয়েছে বেশ কিছু ওয়েবসাইট, তেমনই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও ঈদের শুভেচ্ছা জানাতে পাওয়া যায় বিভিন্ন মজার প্রোগ্রাম।
বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে শুভেচ্ছা দেয়া ও গ্রহণ করাটা এখন অতি জনপ্রিয়। ঈদের আগের দিন রাত থেকে চলে এসএমএস আদান-প্রদান। ঘড়ির কাটার ঈদের দিন ছোঁয়ার সাথে সাথে মানে রাত ১২টার পর এর মাত্রা বেড়ে যায় বহুগুণে। বর্তমানে শুধু ওয়ার্ডের এসএমএম দিয়েই শুভেচ্ছা বিনিময় করা হয় না। আধুনিক ডিজিটাল মোবাইল ফোনের মাধ্যমে এসএমএম গুলোতে যুক্ত হয়েছে নতুন মাত্রা।
ওয়ার্ডের এসএমএম এর পাশাপাশি বর্তমানে সংকেত যুক্ত এসএমএম দেয়া হচ্ছে। স্মার্ট ফোন গুলো এমএমএসের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় যোগ করেছে নতুন মাত্রা। ঈদের নতুন চাঁদসহ বিভিন্ন ছবি পাঠানো হয় এমএমএস এর মাধ্যমে।
অনলাইনে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক। বর্তমানে ঈদের সময় ফেসবুক ঈদের শুভেচ্ছা বিনিময়ের অন্যতম একটি প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ঈদের এই সময়টায় বন্ধুদের ওয়ালে বার্তা প্রদান করে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া ঈদের এই সময় অনেকেরেই ফেসবুক প্রোফাইলে ও টাইমলাইনে ঈদের নতুন চাঁদ ও ঈদের বিভিন্ন ছবি স্থান করেন নেয় ।
প্রযুক্তির বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শুধু ঈদের শুভেচ্ছাই বিনিময় করা হয় না। আনন্দময় ঈদের বিভিন্ন বিভিন্ন বিষয় গুলো শেয়ার করা হয় প্রযুক্তি ব্যবহারকারী বন্ধুদের সাথে। কোন পোশাক পরে ঈদের নামাজ পরতে যাওয়া হবে । কোথায় কোথায় বেড়ানো হবে কিংবা কোন বন্ধুর সাধে আড্ডা মারা হবে এর বিস্তারিত আপডেট অনেকেই দিয়ে থাকেন ফেসবুকে। একই সাথে ঈদের এই আনন্দের বিভিন্ন ছবি শেয়ার করা হয় ফেসবুকে।
এমনকি গ্রামে প্রিয় জনের সাথে ঈদ উৎযাপন করে ঢাকা ফেরার পথেও ঢাকা ফিরার কথা জানিয়ে দিচ্ছে অনলাইন বন্ধুদের।
-এম আই তানিম