মঙ্গলবার ● ১৫ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্য-প্রযুক্তিতে উন্নত বিশ্বে চাকরির সুযোগ বিষয়ে সেমিনার
তথ্য-প্রযুক্তিতে উন্নত বিশ্বে চাকরির সুযোগ বিষয়ে সেমিনার
ড্যাফোডিল জাপান আইটি লি: (ডিজেআইটি) এ তথ্য-প্রযুক্তি বিষয়ে উন্নত বিশ্বে চাকরির সুযোগ বিষয়ে সেমিনার ১২ জুলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল জাপান আইটি লি: এর ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র পরিচালক রথীন্দ্র নাথ দাস। সেমিনারে জাপানে চাকরির অভিজ্ঞতা বিনিময় করেন জাপানে কর্মরত ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র প্রাক্তন শিক্ষার্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো: রোমান। সেমিনারে উন্নত বিশ্বে বিশেষ করে জাপান, আমেরিকা, অষ্ট্রেলিয়া এবং মালেশিয়ায় তথ্যপ্রযুক্তি সেক্টরে চাকরির সুযোগ এবং বাংলাদেশী শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা এবং বাংলাদেশী শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে উন্নত বিশ্বে কর্মসংস্থানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।