সোমবার ● ১৪ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » অ্যাপ নিয়ে গুগল-সামস্যাংয়ের প্রতিযোগিতা
অ্যাপ নিয়ে গুগল-সামস্যাংয়ের প্রতিযোগিতা
গুগলের অ্যাপ প্ল্যাটফর্ম ‘প্লে স্টেশন’কে চ্যালেঞ্জ করে সামস্যাং সাজাচ্ছে ‘গ্যালাক্সি অ্যাপ’। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে অ্যাপকেন্দ্রিক প্রতিযোগিতা জমে উঠবে দুই জায়ান্টের মধ্যে।
কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি শুক্রবার গ্যালাক্সি অ্যাপসের ঘোষণা দিল। এটা হলো তাদের অ্যাপ স্টোরের নতুন ও পরিমার্জিত সংস্করণ, যা আগে সামস্যাং অ্যাপস নামে পরিচিত ছিল। এখন থেকে নতুন করে ব্যবহারকারীদের বিভিন্ন অপশন কাস্টমাইজেশন, ডিসকাউন্ট ও অন্যান্য সুবিধা দেবে, যা প্লে স্টেশনে পাওয়া যাবে না।
সামস্যাং স্মার্টফোন বা ট্যাবলেট থেকে এ সেবাগুলো সহজে গ্রহণ করা যাবে। ডিভাইসের ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের তিনটি ভাগে করা হয়েছে- বেস্ট পিকস, টপ এবং ফর গ্যালাক্সি। বেস্ট ও টপ প্রাথমিক এবং জনপ্রিয় অ্যাপসের সেবা পাবে, যা ব্যবহারকারী সময়, জনপ্রিয়তা ও দামের ভিত্তিতে পাবেন। অন্যদিকে ফর গ্যালাক্সি হলো গ্যালাক্সি ডিভাইসভিত্তিক প্রিমিয়াম ও ব্যবসাকেন্দ্রিক সেবা।
তবে গুগল প্লে স্টেশনের বাইরে নিজের অ্যাপ সেবা সামস্যাং এবারই প্রথম দিচ্ছে না। তাদের সাম্প্রতিক ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস-ফাইভে আছে ৫০০ ডলারের বেশি প্রিমিয়াম অ্যাপ সাবসক্রিপশনের সুবিধা। একই ধরনের অফার আগের ফোন ও ট্যাবলেটের ক্ষেত্রেও ছিল।
সব মিলিয়ে একরকম বলাই যায়, অ্যাপ নিয়ে সামস্যাং ও গুগলের এ যুদ্ধ পুরনো। তবে এবারেরটা আগের যে কোনো বারের চেয়ে বেশি জমজমাট হবে! কোরিয়ান মোবাইল জায়ান্টটি এ বছরের শুরুতেই ব্লোটওয়ার অ্যাপ আনার কথা বলে, যাতে একসঙ্গে অনেক ধরনের ফিচার থাকবে। অ্যানড্রয়েডে নতুন অভিজ্ঞতা দিতে তারা কিনা প্রতিজ্ঞাবদ্ধ।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন বা আইডিএসের এক তথ্যে জানা গেছে, গ্লোবাল অ্যানড্রয়েড মার্কেট শেয়ারের ৩৯.৫% এখন সামস্যাংয়ের দখলে। সুতরাং গুগলের লাভে ভাগ বসাবে এটাই তো স্বাভাবিক। বলা যায়, গ্যালাক্সি এখন গ্রাহকদের জন্য নিজেকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মেলে ধরেছে। যেহেতু সারাবিশ্বে ব্যবহারকারী আছে- তবে তার চিন্তা কী! এখন দেখার পালা বছর শেষে গুগলের পকেট কতটা খালি হয়।দ্য রিপোর্ট