সোমবার ● ১৪ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » জিমেইলে যুক্ত হলো ১৩টি ভাষা
জিমেইলে যুক্ত হলো ১৩টি ভাষা
জিমেইলে নতুন করে যুক্ত হলো ১৩টি ভাষা। এগুলো হলো আফ্রিকানস, আর্মেনিয়ান, আজারবাইজানি (আজেরি), চায়নিজ (হংকং), ফ্রেঞ্চ (কানাডা), গালিসিয়ান, জর্জিয়ান, খেমার, লাও, মঙ্গোলিয়ান, নেপালি, সিনহালা ও জুলু। ফলে এখন থেকে মোট ৭১ ভাষায় ব্যবহার করা যাবে জনপ্রিয় এ ই-মেইল সেবা- জানিয়েছে গুগল।
নতুন ভাষা যোগ হওয়ায় বিশ্বের প্রায় ৯৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী তাদের নিজ ভাষায় জিমেইল ব্যবহারের সুযোগ পাবে। এ বিষয়ে গুগলের প্রতিনিধি ব্লগ বার্তায় জানিয়েছেন, নতুন এসব ভাষার স্বকীয়তা অক্ষুণ্ন রাখতে ভাষাবিদদের সহায়তা নেওয়া হয়েছে।
জিমেইলে ভাষা নির্দিষ্ট করার সুবিধা পেতে সেটিংস অপশনে প্রবেশ করে জেনারেল ট্যাবের ভাষা পরিবর্তন করার ফিচার চালু করতে হবে।