রবিবার ● ১৩ জুলাই ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ইমেইল মার্কেটিং এ সফলতা
ইমেইল মার্কেটিং এ সফলতা
ইমেইল মার্কেটিং এ সফলতা পেতে ফলো করতে পারেন গুরুত্বপূর্ণ টিপসগুলো
আপনি জানেন কি, সারা বিশ্বে প্রতি ঘন্টায় ১ হাজার ২ শত ২৫ কোটিরও বেশি ইমেইল পাঠানো হয়! তাই জনাকীর্ণ ইনবক্সে নিজের মেইলটিকে ইউজারের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার জন্যে একজন মার্কেটারকেও দিতে হয় শৈল্পিকতার ছোয়া।
সেরকম ১০টি গুরুত্বপূর্ণ টিপস নিয়েই ইনফোগ্রাফিক ফিচার করেছিল “মেডিসন লজিক” যাতে তুলে ধরা হয়, কিভাবে গ্রাহকের কাছে একটি ইমেইল আকর্ষনীয়ভাবে তুলে ধরা যায়। আর সে ইনফোগ্রাফিক ফিচার অনুযায়ী তুলে ধরা হল ইমেইল মার্কেটিং এ সফলতার সূত্রগুলো।
মেডিসন লজিকের এক সমীক্ষা মতে, চিহ্ন বা যতিচিহ্নের চেয়ে ক্যাপিটাল লেটারের ব্যবহার এনগেজমেন্টকে বাড়িয়ে দেয় অনেক বেশি। তাছাড়া সাবজেক্ট লাইনে কিছু পরিবর্তনও বাড়িয়ে দিতে পারে এনগেজমেন্ট। যেমন, ইউজারদের নাম ধরে যে মেইলগুলো পাঠানো হয় সেগুলো সাধারণ মেইলের চেয়ে ২২% বেশী ওপেন করা হয়।
তাছাড়া তাদের মতে মেসেজটিকে এমনভাবে সাজানো উচিত যাতে সাবজেক্টলাইনকে ফোকাস করে। এতে টার্গেটেড কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ তুলনামূলকভাবে অনেকটা সহজ হয়।
যত কম শব্দ ব্যবহার করে মূল বিষয়টিকে ফুটিয়ে তুলতে পারেন, সফলতা পাবার সম্ভাবনা ততই বেড়ে যায়। মেইলচিম্পের মতে এটি ৫০ ক্যারেক্টারের মাঝে হলে ভাল হয়।
আরেকটি সমীক্ষায় দেখা যায়, যেকোন ধরণের বুদ্ধিদিপ্ত প্রশ্ন পাঠকের মনে আগ্রহের জন্ম দেয় এবং ক্লিক থ্রু বাড়াতেও এটি যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে।
রং এর ব্যবহার একটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিক থ্রু অ্যাকশন বাটনকে(CTA Button) দৃষ্টিনন্দন এবং আকর্ষনীয় করে তুলতে লাল কিংবা কমলা রঙ ব্যবহার করাই সবচেয়ে ভাল। অবশ্যই মেইলের শুরুতে কিংবা শেষে অথবা উভয় জায়গাতেই এটি(CTA Button) ব্যবহার করা উচিত।
আর বর্তমান সময়ে পিসি ছাড়াও মোবাইল এবং ট্যাবের মত ডিভাইসের ইউজারও রয়েছেন অসংখ্য। সুতরাং ক্যাম্পেইনের পারফরমেন্স বাড়াতে অবশ্যই ডিজাইনটিকে রেসপনসিভ করাটাও খুবই গুরুত্বপূর্ণ।
ইনফোগ্রাফিক অনুযায়ী সংক্ষেপে পয়েন্টগুলো তুলে ধরা হল। উদাহরণসহ ভাল করে পড়তে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন ইনফোগ্রাফিকটি।
http://i.marketingprofs.com/assets/images/daily-chirp/ten-best-email-practices-infographic.jpg