শনিবার ● ১২ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মনের ভাষা বুঝবে সফটওয়্যার!
মনের ভাষা বুঝবে সফটওয়্যার!
ধরুন, আপনি কোনো প্রতিবেদন পড়ছেন। কিন্তু একপর্যায়ে আপনি অন্যমনস্ক হয়ে পড়লেন। মন চলে গেছে অন্য কোনো রাজ্যে। এ সময় যদি একটি সফটওয়্যার আপনাকে সেই রাজ্য থেকে ফিরিয়ে এনে আসল কাজে মনোযোগ দিতে সাহায্য করে, তবে কেমন হয়?
ভাবছেন, মানুষের মন অন্য কোথাও বিচরণ করে বেড়াচ্ছে, তা ধরে ফেলবে একটি সফটওয়্যার-এটাও কি আবার সম্ভব? কিন্তু যুক্তরাষ্ট্রের গবেষকদের কল্যাণে বাস্তবেই তা সম্ভবপর হতে যাচ্ছে।
মানুষ তার মোট সময়ের ২০ থেকে ৪০ শতাংশই নিজের আসল জগৎ থেকে হারিয়ে চিন্তার অন্য কোনো জগতে ডুবে থাকে বলে ধারণা করা হয়। এ কারণে ব্যক্তির কর্মক্ষমতায় ব্যাঘাত ঘটার পাশাপাশি আরও কিছু সমস্যা হয়। যেমন, প্রয়োজনের সময়ে অতীতের কোনো ঘটনা মনে করতে না পারা, কোনো কিছু পড়ার পর ঠিকমতো বুঝতে না পারা ইত্যাদি।
এসব সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব নটর ডেমের গবেষক সিডনি ডি’মেলো ও রবার্ট বিক্সলার দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তাঁরা এমন এক সফটওয়্যার তৈরি করেছেন, যেটি মানুষের ক্ষীয়মাণ মনোযোগের বিষয়টি উপলব্ধি করার বুদ্ধিমত্তাসম্পন্ন।