রবিবার ● ১ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আবিষ্কারের খোঁজে-২০১২ প্রতিযোগিতার সময় বাড়ল
আবিষ্কারের খোঁজে-২০১২ প্রতিযোগিতার সময় বাড়ল
বেসিস সফট এক্রাপো - ২০১২ উপলক্ষ্যে নতুন আইন্সটাইনের খোঁজে বেসিসের “আইটি ইনোভেসন সার্চ প্রোগ্রাম - আবিষ্কারের খোঁজে ২০১২” প্রতিযোগিতার সময় আগামী ৩১শে জানুয়ারী ,২০১২ পর্যন্ত বাড়ানো হয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সফট্ওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজন করছে তথ্য প্রযুক্তির নতুন উদ্ভাবন মূলক প্রতিযোগিতা ‘‘আবিস্কারের খোঁজে” তথ্য প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে গত ৭ বৎসর ধরে এই আয়োজন করে আসছে। গত কয়েক বছরে এই প্রতিযোগিতায় মাধ্যমে বের হয়েছে এসেছে অনেক তরুন উদ্ভাবক উক্ত প্রতিযোগিতায় একক, দলগত ও প্রতিষ্ঠানভিত্তিক অংশগ্রহন করা সম্ভব। প্রতিযোগিতার প্রাথমিক ও চূড়ান্ত পর্ব বিচার করার জন্য থাকবে, একটি বিচারক প্যানেল ।প্রাথমিক পর্বে বিচার ৫ জনকে আগামী ২২-২৬ ফেব্রয়ারী,২০১২ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য মেলায় সরাসরি প্রকল্প উপস্থাপনের জন্য সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে সেখান থেকে বিচারক প্যানেল চূড়ান্ত ভাবে ১ জনকে চ্যাম্পিয়ন ও ২ জনকে রানার আর্প হিসাবে ঘেষাণা করবেন। চ্যাম্পিয়ন ব্যক্তি /দলকে ১ লক্ষ টাকার পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।
আরও বিস্তারিত জানার জন্য দেখুন।
www.softexpo.com.bd
ফোন : ০১৭১৭৫১৬৬৮৫