বুধবার ● ২৯ জুন ২০১১
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ক্যাস্পারস্কি’র সর্বশেষ ২০১২ সংস্করণের এ্যান্টি-ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি বাংলাদেশে অবমুক্ত
ক্যাস্পারস্কি’র সর্বশেষ ২০১২ সংস্করণের এ্যান্টি-ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি বাংলাদেশে অবমুক্ত
ক্যাস্পারস্কি ল্যাব তাদের সর্বশেষ ২০১২ সংস্করণের এ্যান্টি-ভাইরাস এবং সিকিউরিটি সফ্টওয়্যার বাংলাদেশে অবমুক্ত করেছে । এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশেই প্রথম বিশ্বখ্যাত এই সফ্টওয়্যার কোম্পানি তাদের নতুন ভার্শনের এই প্রোডাক্ট অবমুক্ত করল।
দেশের তথ্য প্রযুক্তিখাতের প্রচুরসংখ্যক চ্যানেল পার্টনার কোম্পানির অংশগ্রহণের মধ্য দিয়ে ২১ জুন ২০১১ তারিখে ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবমুক্তকরণের এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাব - দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হালদে ও পরিচালক জগন্নাথ পাটনায়েক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টপ চ্যানেল পার্টনারদেরকে পুরস্কার প্রদান করাসহ ভূটানে করপোরেট সাব-ডিস্ট্রিবিউটর এবং প্রথম বাংলাদেশী এভারেস্ট পর্বতশৃঙ্গ বিজয়ী মুসা ইব্রাহিমকে বাংলাদেশে ক্যাস্পারস্কি ল্যাব-এর প্রফাইল রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিচিয় করিয়ে দেয়া হয়।
আলতাফ হালদে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় ক্যাস্পারস্কি ল্যাব-এর নিরসল সহযোগিতার আশ্বাস প্রদান করেন । অন্যদিকে জগন্নাথ পাটনায়েক বাংলাদেশের স্থানীয় বাজারে ক্যাসপারস্কি ল্যাব-এর শক্তিশালী চ্যানেল বিপণন ব্যবস্থার উপর জোর দিয়ে বলেন এক্ষেত্রে ক্যাস্পারস্কি স্বচ্ছ বাজার ব্যবস্থায় বিশ্বাস করে।
বাংলাদেশ এবং ভূটানে ক্যাস্পারস্কি ল্যাব-এর একমাত্র পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস্-এর সিইও প্রবীর সরকার নতুন সংস্করণের অধিক গুণগতমান, প্রযুক্তিগত শক্তি এবং দ্রুতিতার বিয়ষগুলো উপস্থাপনা করেন। উল্লেখ্য, ক্যাস্পারস্কি ২০১২ নতুন সংস্করণ সর্বাধুনিক ক্লাউড কম্পিউটিং এবং হাইব্রিড প্রটেকশন প্রযুক্তিসমৃদ্ধ হবার ফলে এটি এখন আরো দ্রুতগতিসম্পন্ন ও র্কাযকারী ।