সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৮, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৯ জুলাই ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » বাংলালিংক ও সিম্ফনির যৌথ উদ্যোগে এলো সবচেয়ে সহনীয় মূল্যের থ্রিজি স্মার্টফোন
প্রথম পাতা » নতুন পণ্য » বাংলালিংক ও সিম্ফনির যৌথ উদ্যোগে এলো সবচেয়ে সহনীয় মূল্যের থ্রিজি স্মার্টফোন
৬৪৯ বার পঠিত
বুধবার ● ৯ জুলাই ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলালিংক ও সিম্ফনির যৌথ উদ্যোগে এলো সবচেয়ে সহনীয় মূল্যের থ্রিজি স্মার্টফোন

img_3513-2.jpg

বাংলালিংক ও সিম্ফনি গ্রাহকদের জন্য প্রথম বারের মতো খুবই সহনীয় দামে থ্রিজি স্মার্টফোন ‘Play W17′ বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে। ঢাকায় আজ ১০ জুলাই বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই স্মার্টফোন বাংলালিংক ও সিম্ফনির বিক্রয়কেন্দ্রগুলোতে বিক্রি করা হবে। সেই সঙ্গে ক্রেতাদের জন্য রয়েছে বাংলালিংকের কিছু আকর্ষণীয় অফার। যেমনÑ বাংলালিংকের নতুন ও বিদ্যমান বিএল প্রি-পেইড বা কল অ্যান্ড কন্ট্রোল প্যাকেজ ব্যবহারকারীরা বিনামূল্যে এক মাসের আমার টিউন (রিং ব্যাক টিউন) ও সাত দিনের মোবাইল টিভি সাবস্ক্রিপশান সুবিধাসহ বিনামূল্যে দুই জিবি (গিগাবাইট) থ্রিজি ডাটা ব্যবহারের সুযোগ পাবেন। এ ধরনের লোভনীয় অফার গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা হচ্ছে।

‘Play W17′ -এর ডিসপ্লে হলো সাড়ে তিন ইঞ্চি। এর অন্যান্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে এতে ৪.২.২ জেলি বিনসহ এক গিগাহার্টজ সিপিইউ, ১.৩ এমপি (মেগা পিক্সেল) ক্যামেরা ও ০.৩ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি+ ৫১২ এমবি ইন্টারনাল মেমোরি, ৩২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি, ৩৪০ ঘণ্টার স্ট্যান্ডবাই ও ৫ ঘন্টার টক টাইম সুবিধা ইত্যাদি।

এছাড়া নতুন এই সেটটিতে বাংলালিংকের মোবাইল টিভি অ্যাপ্লিকেশন, বাংলালিংক মোবাইল মেলা অ্যাপ্লিকেশন এবং বেশ কিছু ভ্যালু অ্যাডেড বা মূল্য সংযোযিত সেবার নম্বর ডাউনলোড করা থাকবে। স্মার্টফোনটির বাজারমূল্য বা খুচরামূল্য ধার্য্য করা হয়েছে ৪,৩৫০ টাকা।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমদ; মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম; হেড অফ ভ্যাস, ডাটা অ্যান্ড ডিভাইসেস ইরাম ইকবাল, হেড অফ পিআর অ্যান্ড কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিভাইস ম্যানেজার শিবলি সাদিক উপস্থিত ছিলেন। অন্যদিকে সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, সিনিয়র জিএম (মার্কেটিং) মো. রফিক উদ্দিন, এডিশনাল জিএম (স্পেশাল সেলস) মুজাহিদুল ইসলাম, ডিজিএম (কমার্শিয়াল) মোহাম্মদ শফিকুর রহমান এবং সিনিয়র ম্যানেজার (অপারেটর সেলস) মোঃ শিহাব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা সংবাদ সম্মেলনে বলেন, ‘‘সিম্ফনির সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে গ্রাহকদের জন্য খুবই সহনীয় দামের এমন একটি মোবাইল ফোন বাজারে নিয়ে আসতে পেরে আমরা ভীষণ গর্বিত। আমরা আশা করি, এই স্মার্টফোন বাজারজাতকরণের ফলে বাংলাদেশের অধিকসংখ্যক মানুষ দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।”

এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, ‘‘সিম্ফনির লক্ষ্য হচ্ছে, গ্রাহকদের কাছে অত্যন্ত সহনীয় দামে মানসম্পন্ন মোবাইল হ্যান্ডসেট পৌঁছে দেওয়া। বাংলালিংককে টেলিকম পার্টনার হিসেবে পাওয়ায় সেই কাজটি আমাদের জন্য সহজ হয়ে উঠেছে। এভাবে মোবাইল অপারেটরদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাজারে আরো হ্যান্ডসেট নিয়ে আসব। এরফলে গ্রাহকেরা সিম্ফনি ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন বলে আমরা আশাবাদী।”

বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হলো বাংলালিংক; যাদের প্রায় দুই কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ড্সভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

-তানিম



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’