বুধবার ● ৯ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » উদ্ভাবনী ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়ে রবি এবং অনমোবাইল একসাথে
উদ্ভাবনী ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়ে রবি এবং অনমোবাইল একসাথে
রিং ব্যাক টোন ও ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সল্যুশনস প্রদান করতে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের অন্যতম ভ্যালু অ্যাডেড সেবাদাতা প্রতিষ্ঠান অনমোবাইল।
ইতোমধ্যে অনমোবাইল রবির গ্রাহকদের জন্য রিং ব্যাক টোন সেবা প্রদান করা শুরু করেছে। এ চুক্তির আওতায় অনমোবাইল রবির জন্য আরো ফিচার ও নানা উদ্ভাবনী সেবা চালু করবে।
রবি বাংলাদেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা ২ কোটি ৪০ লাখ এবং বাংলাদেশের মোবাইল ফোন বাজারের ২১ শতাংশ তাদের আওতায়। এ চুক্তির ফলে বাংলাদেশের ৬৮ শতাংশ রিং ব্যাক টোন সেবা প্রদান করবে অনমোবাইল। ইতোমধ্যে দেশের অন্যান্য অপারেটরদের সাথেও অনলাইনের চুক্তি করেছে।
অনমোবাইলের প্রধান বিপণন কর্মকর্তা সঞ্জয় ভাম্ব্রি বলেন, ‘রবি রিং ব্যাক টোনের জন্য এখন থেকে অনমোবাইলের মডেল ব্যবহার করবে। গত পাঁচ বছর ধরে আমরা এ ব্যাপারে পরিকল্পনা ও আলোচনা চালিয়ে আসছি এবং এই চুক্তি তারই ফসল। এর ফলে বাংলাদেশে অনমোবাইলের শুধু জনপ্রিয়তাই বাড়বে না, বরং প্রতিযোগিতামূলক বাজারে আমাদের সক্ষমতা প্রমাণিত হবে।”
রবির ভাইস প্রেসিডেন্ট, ভিএএস অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, মোহাম্মাদ সামির জোহা বলেন, “অনেক উদ্ভাবনী সেবাসহ রবির গ্রাহকরা অনমোবাইলের নানা সেবা উপভোগ করতে পারবেন। এর ফলে আমরা গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদান করতে পারব। এছাড়া ফিচার কপি করার জন্য আমাদের গ্রাহকদের জন্য শিগগিরই অনমোবাইলের জনপ্রিয় ইন্টার অপারেটর প্রেস সেবা চালু করা হবে।”
অনমোবাইল সম্পর্কেঃ
অনমোবাইল ভারতের ব্যাঙ্গালো-ভিত্তিক মোবাইল ফোনের বিশেষায়িত সেবা-প্রদানকারী প্রতিষ্ঠান। ৫টি মহাদেশের ৫৯ টি দেশে অনমোবাইল সেবা প্রদান করছে। গ্রাহকদের তথ্য, বিনোদন ও বিশেষায়িত গ্রাহক সেবা প্রদানের জন্য ২০০০ সালে অনমোবাইলের প্রতিষ্ঠা। গত এক বছরে অনমোবাইল আফ্রিকা এবং উত্তর আমেরিকায় তাদের সেবা বিস্তৃত করেছে। প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন:www.onmobile.com
-তানিম