বুধবার ● ৯ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাজারে জাল মেমরি কার্ড
বাজারে জাল মেমরি কার্ড
ঈদকে সামনে রেখে দেশের প্রযুক্তি বাজারে ছড়িয়ে পড়ছে জাল মেমরি কার্ড। বিশেষ করে মোবাইল ফোনের জন্য ভালো ব্র্যান্ডের মেমোরি কার্ড কিনতে গিয়ে ঠকছেন ক্রেতারা।
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নামে ও দামের মেমোরি কার্ড পাওয়া যায়। তবে ‘স্যামসাং এর মতো বিখ্যাত ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি হওয়া এসব মেমরি কার্ড কিনে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। নিন্মমানের এসব জাল মেমরি কার্ড নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই।
জানা গেছে, ‘স্যামসাং মাইক্রো এসডিএইচসি কার্ড’ নামে বাজারে মেমোরি কার্ড পাওয়া যাচ্ছে। এসব মেমোরি কার্ডের গায়ে ১৬ জিবি লেখা থাকলেও মূলত এগুলোর ধারণ ক্ষমতা ১০জিবি বা তারও কম।
ভুক্তভোগী এক ক্রেতা সাজ্জাদ হোসেন জানান, মাল্টিপ্লান মার্কেট থেকে ১৬জিবি ‘স্যামসাং মাইক্রো এসডিএইচসি কার্ড’ কিনেছিলেন তিনি। মেমোরি কার্ডের গায়ে ১৬জিবি লেখা থাকলেও বাসায় এসে তা পরীক্ষা করে দেখি কার্ডটি ১০জিবি। একই সঙ্গে কার্ডের গায়ে মেমরি কার্ড ক্লাস-১০ লেখা থাকলেও মূলত গতি ক্লাস-৪ এর চেয়েও কম। ওয়ারেন্টি নেই বলে বিক্রেতারাও পরিবর্তন করে দিচ্ছেন না।
তবে বাংলাদেশে নিজেদের পরিবেশিত কোনো মেমরি কার্ড নেই বলে দাবি করছে স্যামসাং।
স্যামসাং মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদী জানান, যারা ‘স্যামসাং’ এর নাম ব্যবহার এসব মেমোরি কার্ড বিক্রি করছে তা বৈধ নয়। অসাধু ব্যবসায়ীরা ‘স্যামসাং’ সুনাম ব্যবহার করে ক্রেতাদের প্রতারিত করছে। এ বিষয়ে আমারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
বাংলাদেশে স্যামসাং এর প্রযুক্তি পণ্য পরিবেশক কম্পিউটার সোর্স এর পরিচালক আসিফ মাহমুদ বলেন, আমরা স্যামসাং নামের জাল মেমোরি কার্ড নিয়ে প্রতারণা খবর জেনেছি। কেউ কেউ এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছেন।
তিনি ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের অনুরোধ ব্র্যান্ড পণ্য কেনার আগে নির্ধারিত পরিবেশকদের কাছে খোঁজ নেওয়া। নিন্মমানের এসব জাল মেমরি কার্ড ব্যবহার করলে মূল্যবান স্মার্টফোনের মাদার বোর্ডের ক্ষতির সম্ভাবনা রয়েছে।সুত্র বাংলামেইল২৪