সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৯, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » অটো ফ্যারজান্ড @ অনলাইন এবং ক্যাটালগ শপিং
প্রথম পাতা » প্রধান সংবাদ » অটো ফ্যারজান্ড @ অনলাইন এবং ক্যাটালগ শপিং
৬৬৪ বার পঠিত
শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অটো ফ্যারজান্ড @ অনলাইন এবং ক্যাটালগ শপিং

 অটো ফ্যারজান্ড - অনলাইন এবং ক্যাটালগ শপিং-এর এক জার্মান স্তম্ভ

অটো ফ্যারজান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন ভ্যার্নার অটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর৷ ২১শে ডিসেম্বর ১০২ বছর বয়সে ভ্যার্নার অটো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
অনলাইন শপিং-এর সঙ্গে আমরা পরিচিত৷ আগে তা ছিল ক্যাটালগ শপিং৷ গোটা জার্মানিতে এই ক্যাটালগ শপিং-এ শীর্ষ কোম্পানির নাম অটো৷ এই কোম্পানির নাম শোনেনি এমন লোক জার্মানিতে নেই৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে পথ চলা শুরু করতে হয়েছিল একেবারে গোড়া থেকে৷ তখন সমাজকে, সমাজের মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে বদ্ধপরিকর হন ভ্যার্নার অটো৷ যুদ্ধের সময় তিনি ছিলেন সৈনিক৷ যুদ্ধ শেষে তিনি বুট-জুতা তৈরির কারখানা খোলেন৷ কাজ দেন এমন লোকদের যাদের জুতা তৈরির কোন অভিজ্ঞতা ছিলনা৷ কিছুদিন পরেই কোম্পানি বন্ধ করতে বাধ্য হন ভ্যার্নার অটো৷ তবে তিনি দমে যাননি৷ ব্যর্থতাকে তিনি গ্রহণ করেছিলন শিক্ষা হিসেবে৷

এরপর তিনি পার্সেল সার্ভিসের ব্যবসা শুরু করেন৷ ক্যাটালগে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের ছবি দামসহ তুলে দেন৷ পণ্য পৌছেও দেন ক্রেতাদের কাছে৷ এভাবেই দাঁড়ায় তার নিজস্ব কোম্পানি অটো ফ্যারজান্ড৷ কোন সমস্যা হলে বা পণ্যে ত্রুটি থাকলে তা ক্রেতারা ফেরত পাঠান এবং অভিযোগ করেন৷ সেই অভিযোগ অটো নিজে পড়তেন, উত্তর দিতেন এবং জানাতেন নতুন পণ্য পাঠিয়ে দেয়া হয়েছে৷ গোটা জার্মানিতে তিনি শুরু করেন এই পণ্য পাঠানোর এই পার্সেল সার্ভিস৷ শুরু হয়েছিল হামবুর্গ শহর থেকে৷

১৯৫৬ সালে জার্মানিতে সাপ্তাহিক ছুটির দিন বলে কিছু ছিল না৷ প্রতিদিনই সবাইকে কাজ করতে হত৷ ভ্যার্নার অটো ছিলেন প্রথম মালিক যিনি তার কর্মীদের সপ্তাহে একদিন ছুটি মঞ্জুর করেছিলেন৷

১৯৬০ সালে তিনি অ্যামেরিকা বেড়াতে যান৷ সেখানে বড় বড় শপিং কমপ্লেক্স দেখে মুগ্ধ হন এবং জার্মানিতেও এ ধরণের কমপ্লেক্স তৈরির কথা ভাবেন৷ জার্মানিতে তৈরি হয় বড় বড় কমপ্লেক্স, এরপর রাশিয়াতেও অটো তৈরি করেন বড় বড় শপিং মল৷ নিজের এই পার্সেল এবং ক্যাটালগ কোম্পানিকে আরো বিস্তৃত করতে উদ্যোগী হন ভ্যার্নার অটো৷

অটো কোম্পানির রয়েছে ১৩৭ টি শপিং মল এবং আরো ১৯টি তৈরি হচ্ছে৷ অটো পার্সেল সার্ভিসের বাৎসরিক আয় ১১.৪ বিলিয়ন ইউরো৷ ইতিমধ্যে অনলাইন শপিং-এও ঢুকেছে অটো কোম্পানি৷ কিন্তু অর্থের দম্ভ তাঁকে কখনও স্পর্শ করেনি৷ তিনি মুক্ত হস্তে অর্থ দান করেছেন৷ হামবুর্গে তিনি বিকলাঙ্গ শিশুদের জন্য একটি হাসপাতাল তৈরি করেছেন৷ এছাড়াও তৈরি করেছেন অসংখ্য সাহায্য সংস্থা৷ ভ্যার্নার অটোর বড় ছেলে মিশায়েল অটো এবং ছোট ছেলে আলেকজান্ডার ব্যবসার হাল ধরেছেন৷ দুই পুত্র এগিয়ে নিয়ে যাচ্ছেন বাবার নামকে৷



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’