সোমবার ● ৩০ জুন ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের গেমিং ল্যাপটপ
আসুসের গেমিং ল্যাপটপ
বাংলাদেশে এলো বিশ্বখ্যাত আসুসের আরওজি সিরিজের জি৫৫০জেকে মডেলের নতুন হাই-এন্ড গেমিং ল্যাপটপ। ল্যাপটপে পরিপূর্ণ ডেস্কটপ গেমিং পিসির চাহিদা পূরণে এতে রয়েছে ২.৪ গিগাহার্জ গতির ইন্টেল ৪র্থ প্রজন্মের কোরআই-৭ প্রসেসর, ১৫.৬-ইঞ্চির এইচডি আইপিএস প্যাণেলের ডিসপ্লে¬, ৪ জিবি ভিডিও মেমোরীর অত্যাধুনিক এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৮৫০এম চিপসেটের গ্রাফিক্স, ৮জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক। গেমিংয়ের পাশাপাশি মনোমুগ্ধকর মাল্টিমিডিয়ার আনন্দ উপভোগ করার জন্য এতে রয়েছে আসুস সনিকমাস্টার অডিও প্রযুক্তির বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন, বিল্ট-ইন সাবউফার, ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম। এছাড়া ল্যাপটপটিতে রয়েছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, মেমোরী কার্ড রিডার, ব্লুটুথ ৪.০, ৩টি ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট প্রভৃতি। অন্ধকার বা কম আলোর পরিবেশে স্বাচ্ছন্দ্যে ল্যাপটপটি ব্যবহার করতে রয়েছে লাল ব্যাকলাইট কিবোর্ড। ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে ১ লক্ষ ৫ হাজার টাকা।
যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।
-তানিম