সোমবার ● ৩০ জুন ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » ৯ ঘন্টা পাওয়ার ব্যাকআপের ল্যাপটপ নিয়ে এলো তোশিবা
৯ ঘন্টা পাওয়ার ব্যাকআপের ল্যাপটপ নিয়ে এলো তোশিবা
বাজারে এসেছে পোর্টিজি আর৩০ মডেলের কোর আই ফাইভ ল্যাপটপ। অরিজিনাল উইন্ডোজ প্রফেশনাল অপারেটিং সিস্টেম সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম যা ১৬ জিবি পর্যন্ত বধর্নযোগ্য, ১৩.৩ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, ইন্টেল ৪৬০০ মডেলের গ্রাফিক্স কার্ড, ৫০০ জিবি হাই স্পীড ও শক এবজর্বার হার্ডড্রাইভ, বিল্ট ইন এইচডি ওয়েবক্যাম এবং স্টেরিও স্পীকার। ল্যাপটপটির ওজন মাত্র ১.৪ কেজি এবং ব্যাটারি ব্যাকআপ ৯ ঘন্টা থাকার ফলে যেকোন ভ্রমনে এটি বেশ কার্যকর। ৩ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ মূল্য ১২৭,০০০ টাকা।
এটি বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বিস্তারিত: ০১৭৫৫-৬০৬৩১৯।
-তানিম