রবিবার ● ২৯ জুন ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্রাজিল-চিলির জমজমাট লড়াইতে রেকর্ড টুইট
ব্রাজিল-চিলির জমজমাট লড়াইতে রেকর্ড টুইট
নকআউট পর্বের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। উত্তেজনার এই ম্যাচ মাঠে উপস্থিত দর্শকদের যেমন ভাবিয়েছে তেমনি ভাবিয়েছে বিশ্বজুড়ে ব্রাজিল-চিলি সর্মথকদের। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ টুইটের রেকর্ড গড়েছে ম্যাচটি।
ব্রাজিল-চিলির এ জমজমাট লড়াই নিয়ে এক কোটি ৬৪ লাখ টুইট হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কর্তৃপক্ষ।
এছাড়া, টুইটারে ব্রাজিলের নেইমারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। আলোচনায় দ্বিতীয় ও তৃতীয় ব্রাজিলিয়ান খেলোয়াড়দ্বয় হলেন হাল্ক ও জুলিও সিজার।
অপরদিকে, চিলিয়ানদের মধ্যে সানচেজ ছিলেন আলোচনার শীর্ষে। চার্লস অ্যারাঙ্গুয়িজ ও মরিসিও পিনিল্লা ছিলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
সুত্রঃ বাংলানিউজ