শনিবার ● ২৮ জুন ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রমজান ও ঈদ উপলক্ষ্যে টুইটারে এলো বিশেষ হ্যাশফ্লাগ ও ফিচার!
রমজান ও ঈদ উপলক্ষ্যে টুইটারে এলো বিশেষ হ্যাশফ্লাগ ও ফিচার!
এ বছর পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ হ্যাশফ্ল্যাগ ফিচার চালু করেছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। ইসলামী ক্যালেন্ডারের নবম মাস রমজানকে উদ্দেশ্য করে আপনি যদি আরবি বা ইংরেজি ভাষায় #Ramadan ও #Eid লিখে টুইট করেন, তাহলে Ramadan ও Eid শব্দদুটির সামনে বিশেষ প্রতীক দেখা যাবে। #Ramadan যুক্ত টুইট করলে Ramadan শব্দটির পর একটি চাঁদের মত আইকন আসবে। আর #Eid লেখা টুইটে Eid শব্দটির সামনে ঈদ মোবারকের বিশেষ ক্যালিগ্রাফি আইকন দেখা যাবে। হ্যাশফ্ল্যাগ ফিচার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে চালু হয়েছিল, যা রমজানেও বর্ধিত করেছে টুইটার।
এছাড়া বিভিন্ন স্থানের সেহরি ও ইফতারের সময় জানাতে আল অ্যারাবিয়া’র সাথে পার্টনারশিপ করেছে টুইটার। আপনার শহরের ইফতারের সময় সম্পর্কে জানতে @AlArabiya এবং #Iftar লিখে তারপর আপনার শহরের নামের শুরুতে হ্যাশ চিহ্ন দিয়ে টুইট করুন। এবার আল অ্যারাবিয়া আপনার কাঙ্ক্ষিত তথ্য জানিয়ে আরেকটি টুইট করবে। উদাহরণস্বরূপ, ঢাকার ক্ষেত্রেঃ
ঢাকায় ইফতারের সময় সম্পর্কে ধারণা পেতে চাইলে টুইট করুনঃ @AlArabiya #Iftar #Dhaka
ঢাকায় সেহরির শেষ সময় সম্পর্কে ধারণা পেতে চাইলে টুইট করুনঃ @AlArabiya #Imsak #Dhaka