শনিবার ● ২৮ জুন ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » এন্ড্রয়েডে মাসে ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারী!
এন্ড্রয়েডে মাসে ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারী!
গুগলের আই/ও ডেভলপার কনফারেন্সে কোম্পানিটি জানিয়েছে, বর্তমানে মাসে ১ বিলিয়ন (১০০ কোটি) সক্রিয় ব্যবহারকারী এন্ড্রয়েড ডিভাইস চালাচ্ছেন। গত বছর আই/ও সম্মেলনে গুগল ব্যবহারকারী সঙ্ক্রান্ত যে সংখ্যা দিয়েছিল, সেটি ছিল ৫৩৮ মিলিয়ন।
এন্ড্রয়েডে অ্যাপ ইনস্টলের সংখ্যা গতবছরের তুলনায় এবছর ২৩৬% বৃদ্ধি পেয়েছে। গত বছর গুগল ঘোষণা করেছিল, তখন পর্যন্ত বিশ্বজুড়ে ৪৮ বিলিয়ন এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড হয়েছে।
ট্যাবলেট জগতেও বেশ উন্নয়ন লাভ করেছে গুগলের এন্ড্রয়েড। গুগল জানিয়েছে, বর্তমানে বিশ্বের ৬২% ট্যাবলেটই এন্ড্রয়েডে চলছে। গত বছর ট্যাবলেট মার্কেটে এন্ড্রয়েডের শেয়ার ছিল ৪৬% এবং দুই বছর আগে এই পরিমাণ ছিল ৩৯%।
গতকালের ঐ ইভেন্টে এন্ড্রয়েডের নতুন লোগোও প্রকাশ করে গুগল। নতুন এন্ড্রয়েড লোগোতে সম্পূর্ণই ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর ব্যবহৃত হচ্ছে।