শুক্রবার ● ২৭ জুন ২০১৪
প্রথম পাতা » নিউজ আপডেট » রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেপ্তার
রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেপ্তার
চট্টগ্রাম থেকে অপহৃত আড়াই বছরের শিশুকে অপহরণের অভিযোগে চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড ও চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অপহরণকারীরা হলেন : খন্দকার মো. এহিয়া (২৭), সঞ্জু (৩৮), অনুপা (২৬) এবং হুমায়ুন কবির (৩৪)। ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২২ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানা এলাকা থেকে পূর্ব পরিচিত এহিয়াসহ ওমানপ্রবাসী রাজু দের আড়াই বছরের ছেলে দেবরাজ দেকে অপহরণ করে নিয়ে যায়।
এরপর রাজু দের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এহিয়া। বিষয়টি সিএমপি পুলিশকে বিষয়টি অবহিত করেন রাজু দে।
তিনি বলেন, অপহরণকারীরা মিরপুরে অবস্থান করছে গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।
মিরপুর-১২-এর বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু দেবরাজকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আবু ইউসুফ।