শুক্রবার ● ২৭ জুন ২০১৪
প্রথম পাতা » নিউজ আপডেট » বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড : শেখ হাসিনা
বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড : শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলবেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা সফল করে তুলবো।
আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে এ আলোচনা সভা শুরু হয়।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতির রোল মডেল। আমরা আজ পরনির্ভরশীল নয়, আত্মনির্ভরশীল। সবাই বলেছিল পদ্মা সেতু হবে না। আমরা বলেছিলাম হবে। আমরা কাজ শুরু করেছি।
দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সমালোচনার জবাব দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, খালেদা জিয়া কোনোদিনই চান না দেশের বাচ্চারা পাস করুক। কারণ উনি নিজেই তো এসএসসি পাস করতে পারেন নি। আমাদের পাশের দেশে ৯৮ শতাংশ পাস করে। আমাদেরও সেটা হওয়া উচিত।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর উন্নয়ন সবার চোখে পড়ার মতো বলেও জানান শেখ হাসিনা।