রবিবার ● ১ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্যপ্রযুক্তির সেরা আবিষ্কারের বছর হবে -২০১২ সাল
তথ্যপ্রযুক্তির সেরা আবিষ্কারের বছর হবে -২০১২ সাল
জায়ান্ট কোম্পানিগুলোর ১৬টি অত্যাধুনিক পণ্য আসবে বাজারে
ফিরোজ মান্না ॥ তথ্যপ্রযুক্তির সেরা আবিষ্কারের বছর হবে ২০১২ সাল। এই বছরেই বিশ্বের ‘জায়ান্ট’ কোম্পানিগুলো ১৬টি অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি পণ্য বাজারে নিয়ে আসবে। এর মধ্যে এ্যাপলই বেশিসংখ্যক পণ্য বাজারে আনবে। তারা আইটিভি, আইপ্যাডের একটি ছোট সংস্করণ তৈরি করেছে। এ্যামাজন কোম্পানি মাত্র ৭ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট বাজারে ছাড়বে। সনি নতুন পেস্ন স্টেশন ভিটা বাজারে আনবে। মাইক্রোসফট উইন্ডোজ ৮ ছাড়বে। নিনটেনডো নতন একটি কনসোল বাজারে আনার ঘোষণা দিয়েছে। গুগলের এ্যান্ড্রয়েড ৪ দশমিক শূন্য অপারেটিং সিস্টেমের কোড নিয়ে আসছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ২০১২ সাল হবে আল্ট্রাবুকের। এই সালেই প্রযুক্তির সেরা আবিষ্কারগুলো চলে আসবে। এটাও ঠিক যে, দিন যত যাবে তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটতেই থাকবে। তবে ২০১২ সালেই সবচেয়ে বেশিসংখ্যক প্রযুক্তি পণ্য বাজারে আসার কারণে এই সালকে উলেস্নখযোগ্য আবিষ্কারের বছর বলা হচ্ছে।
সূত্র জানিয়েছে, আগামী ৯ থেকে ১২ জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার ইলেক্ট্রনিক ট্রেড শো (সিইএস)। এই শোতে নতুন পণ্যগুলো প্রদর্শন করা হবে। একই সঙ্গে বিশ্বের দেশে দেশে পণ্যগুলো ছড়িয়ে যাবে। নিনটেনডো ২০০৬ সালে উয়ি গেমিং কনসোল আনার প্রায় পাঁচ বছর পর নতুন গেমিং কনসোল আনার ঘোষণা দিয়েছে। নিনটেনডো থেকে বলা হচ্ছে, এটি হবে পরবর্তী প্রজন্মের গেমিং কনসোল। উয়ি ইউ কনসোলটি ব্যবহার করে হাইডেফিনিশন ভিডিও দেখা, ওয়েব ব্রাউজসহ ভিডিও কলও করা যাবে। অনেকদিন ধরেই প্রযুক্তি বিশ্বে নিনটেনডোর উয়ি সংস্করণের বিষয় নিয়ে আলোচনা ছিল। সমপ্রতি লস এ্যাঞ্জেলসের ই৩ গেম শো উপলক্ষে এই গেমিং কনসোলটির বিষয়ে ঘোষণা দেয় নিনটেনডো। উয়ি ২ কনসোলটিতে থাকবে ৬ দশমিক ২ ইঞ্চির টাচস্ক্রিন এবং ক্যামেরা সুবিধা। এ ছাড়াও উয়ির প্রথম সংস্করণের মতো উয়ি ইউ-তে থাকবে সেট টপ বঙ্। এ কনসোলটি এঙ্বঙ্ ৩৬০ এবং পে স্টেশন ৩ কনসোলের মতোই গ্রাফিঙ্ সুবিধা দেবে। এইচডি সুবিধার এই গেমিং কনসোলটির দামও হবে কম।
স্যামসাং নিয়ে আসছে আইসক্রিম স্যান্ডউইচ নামের এ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ। এটার বৈশিষ্ট্য হলো, এটি স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের প্রোগ্রামগুলোকে সমন্বয় করে। এর মাধ্যমে সফটওয়্যার উন্নয়নকারীদের আকর্ষণ করতে সক্ষম হবে নতুন এই পস্নাটফর্মটি। এ্যাপল আইপ্যাডের একটি ছোট সংস্করণ আনবে বাজারে। অনলাইন রিটেইলার জায়ান্ট এ্যামাজনের তৈরি ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেটটির সঙ্গে বাজার দখলের প্রতিযোগিতায় নামতেই ‘আইপ্যাড মিনি’ তৈরি করছে এ্যাপল। এ ডিভাইসটির নাম আইপ্যাড মিনি বা আইপ্যাড এইচডি রাখা হয়েছে। মানুষের রম্নচির সঙ্গে মানিয়ে হাল্কা-পাতলা আল্ট্রাবুক তৈরি করেছে। ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলো চলতি বছরই আল্টাবুক তৈরি করেছে। নেটবুক এবং ভারি ল্যাপটপ তৈরি বন্ধ করে আল্ট্রাবুক তৈরিতে ব্যসত্ম অনেক প্রতিষ্ঠান। এর মধ্যে সবার আগে আছে ইনটেল। এরপর রয়েছে ডেল, এইচপি অ্যাপলসহ অনেক প্রতিষ্ঠানই। এদিকে, আল্ট্রাবুকের দামও অনেক কম হবে।
এ্যাপল ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ারের নতুন সংস্করণ তৈরি করছে। নতুন মাপের ১৩ ইঞ্চি, ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি স্ক্রিনের তিনটি ডিভাইস বাজারে আনছে অ্যাপল। নতুন ডিভাইসগুলোয় নকশায় কোন পরিবর্তন না থাকলেও প্রসেসর হিসেবে যোগ হচ্ছে ইনটেলের স্যান্ডিব্রিজ। এছাড়াও আইভিব্রিজ প্রসেসরযুক্ত ম্যাকবুক প্রো তৈরি করছে এ্যাপল। নতুন ডিভাইসটি ম্যাকবুক এয়ারের মতোই পাতলা হবে, তবে এর পর্দার মাপ হবে এয়ারের চেয়ে বড়। মাত্র ৭ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট বাজারে আনবে এ্যামাজন। কিন্ডল ফায়ার নামের এ ট্যাবলেটটি বাজার মাত করবে বলে মনে করা হচ্ছে। নতুন সংস্করণের এ ডিভাইসটির পর্দার মাপ হবে ৮ দশমিক ৯ ইঞ্চি।
প্রযুক্তিবিশ্বে সবচেয়ে আলোচিত স্মার্টফোন আইফোন-৫। এ ফোনটি বাজারে আসছে বলে ধারণা করা হচ্ছিল। এ্যাপল আইফোন ৫ না এনে আইফোন ৪এস সংস্করণটি বাজারে ছেড়েছে। এবার তারা আইফোন ৫ বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এ্যাপল আইটিভি নামের একটি টিভি তৈরি করছে। এ বছর আইটিভি বাজারে আসবে। নতুন এ টেলিভিশনে এঙ্বঙ্ গেমিং কনসোল থাকবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও এমন প্রযুক্তি আনার কথা মাইক্রোসফট ভাবছে বলে জানা গেছে। আইটিভিতে এ প্রযুক্তি ব্যবহারের ফলে টিভির সামনে কোন দর্শক মনত্মব্য বা অঙ্গভঙ্গি করলে টিভি সেটা বুঝতে পারবে। নতুন প্রযুক্তির এমন টিভি তৈরির পরিকল্পনা করে গেছেন এ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস। আইপ্যাডের তৃতীয় সংস্করণ তৈরির কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। আইফোন ৫ এবং আইপ্যাড ৩ একসঙ্গে বাজারে এনে চমক দেবে এ্যাপল।