শুক্রবার ● ২৭ জুন ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পুরোনো বদলে নতুন স্যামসাং প্রিন্টার!
পুরোনো বদলে নতুন স্যামসাং প্রিন্টার!
পুরোনো কিংবা নষ্ট যে কোনো প্রিন্টার বদলে নেওয়া যাবে স্যামসাং ব্র্যান্ডের নতুন এম২০২০ মডেলের লেজার প্রিন্টার। ইউএসবি পোর্ট সমর্থিত ৪০০ মেগাহার্টজ প্রসেসর, ৮ এমবি র্যাম যুক্ত এ প্রিন্টার মিনিটে ২০ পৃষ্ঠা প্রিন্ট করত সক্ষম। দেশের বাজারে দারুণ এ অফারটি এনেছে কম্পিউটার সোর্স।
এছাড়া তারহীন প্রযুক্তির একই সিরিজের এম২০২০ ডব্লিউ ওয়াইফাই প্রিন্টারে রয়েছে ৪০০ মেহাহার্টজ প্রসেসর ৬৪ এমবি র্যাম। নিয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনলোজি (এনএফসি) প্রযুক্তির কারণে এই প্রিন্টারটির মাধ্যমে কেবল স্পর্শ করেই মোবাইল ডিভাইস থেকেও প্রিন্ট করা যায়। ব্যক্তিগত ও ছোট পরিসরের অফিসের জন্য মানানসই উভয় প্রিন্টারের মাসিক ডিউটি সাইকেল দশ হাজার পৃষ্ঠা।
বর্তমানে স্যামসাং এম ২০২০ মডেল ৫ হাজার ৫০০ টাকা এবং স্যামসাং এম২০২০ ডব্লিউ প্রিন্টার পাওয়া যাবে ৯ হাজার ৯০০ টাকা।
উভয় প্রিন্টারেই রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।