শুক্রবার ● ২৭ জুন ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্যামেরাযুক্ত অ্যাপল আইপড টাচ এখন মাত্র ১৯৯ ডলারে!
ক্যামেরাযুক্ত অ্যাপল আইপড টাচ এখন মাত্র ১৯৯ ডলারে!
আইপড টাচের দাম কমিয়েছে অ্যাপল। সেই সাথে যুক্ত হয়েছে নতুন সুবিধাও। এই মুহুর্তে ক্যামেরাযুক্ত ১৬জিবি নতুন আইপড টাচ বিক্রি হচ্ছে ১৯৯ ডলারে, আর থাকছে ছয়টি রঙের ভ্যারিয়েন্ট।
গত বছরও অপেক্ষাকৃত কম দামের আইপড টাচ বাজারে ছেড়েছিল অ্যাপল। তখন ডিভাইসটির ১৬জিবি ভার্সন বিক্রি হয়েছিল ২২৯ ডলার মূল্যে। তবে তাতে কোনো ক্যামেরা ছিলনা। আর সেটি শুধুমাত্র কালো ও সাদা রঙে পাওয়া যেত।
নতুন মডেলের এই ক্যামেরাযুক্ত আইপড টাচ এর ৩২জিবি ও ৬৪জিবি ভার্সনের দাম এখন যথাক্রমে ২৪৯ ও ২৯৯ মার্কিন ডলার। অর্থাৎ, মাত্র ৫০ ডলারে আপনি দ্বিগুণ স্টোরেজ পাচ্ছেন। যদিও অ্যাপল তাদের ডিভাইসে বাড়তি স্টোরেজের ভার্সনের জন্য সাধারণত ১০০ ডলার করে মূল্য বৃদ্ধি করে থাকে। তবে এই মূল্যহ্রাস এটাই মনে করিয়ে দেয় যে- আইপড ব্যবসার দিন ফুরিয়ে এসেছে।