শুক্রবার ● ২৭ জুন ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » স্মার্টফোনের চুরি ঠেকাতে আসছে কিল সুইচ
স্মার্টফোনের চুরি ঠেকাতে আসছে কিল সুইচ
মোবাইল ফোন চোরদের দিন বোধহয় শেষ হয়ে আসছে। স্মার্টফোনের চুরি ঠেকাতে এবার গুগল এবং মাইক্রোসফট তাদের অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে যুক্ত করতে যাচ্ছে ‘কিল সুইচ’ নামের বিশেষ একটি ফিচার।
যার মাধ্যমে ব্যবহারকারী চাইলেই তার চুরি হওয়া বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটটিকে অকেজো করে দিতে পারবেন। ফলে কেউ সেটি আর ব্যবহার করতে পারবে না।
গত কয়েক বছর ধরে, সারা বিশ্বেই স্মার্টফোন চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বার্তসংস্থা বিবিসি’র তথ্যমতে, গত বছর শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ৩১ লাখেরও বেশি স্মার্টফোন চুরি হয়েছে, যা ২০১২ সালের তুলনায় দ্বিগুণ। এছাড়া, ইউরোপের দেশগুলোতেও প্রতি তিনজনের মধ্যে একজন নিজের স্মার্টফোন চুরির শিকার হয়েছেন অথবা হারিয়েছেন।
আর দক্ষিণ কোরিয়ায় গত ৩ বছরে, স্মার্টফোন চুরির ঘটনা বেড়েছে প্রায় পাঁচ গুণ। এরই প্রেক্ষিতে মোবাইল ফোন চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে এই ‘কিল সুইচ’ ফিচার।
এর আগে, টেক জায়ান্ট অ্যাপল গত বছরের সেপ্টেম্বরে সর্বপ্রথম তাদের আইফোনের আইএসও ৭ অপারেটিং সিস্টেমে ‘অ্যাক্টিভেশন কি’ নামে এ ধরনের একটি ফিচার চালু করে। এটি চালুর পর নিউইয়র্ক সিটিতে আইফোন চুরির ঘটনা ১৯ ভাগ কমে এসেছে, যেখানে একই সময়ে অন্যান্য ফোন চুরির পরিমাণ বেড়েছে ৪০ শতাংশ।
অ্যাপলের এই সফলতার পথ ধরেই চুরি হওয়া ফোন অকেজো করতে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে ‘কিল সুইচ’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল ও মাইক্রোসফট।
সুএঃ শীর্ষ নিউজ